Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

প্রকাশিত: ০১:৫২, ১৮ জুন ২০২০

টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করলে সংক্রমণ ছড়াতে পারে

টয়লেটের ঢাকনা খোলা অবস্থায় ফ্লাশ করলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণার ‌‘মেঘ' ৩ ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে – এবং তাতে করোনাভাইরাসের মতো সংক্রমণ ছড়াতে পারে।

চীনা বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, কমোডের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করলে যে জলকণা ছড়ায় তা এক মিনিটের বেশি সময় বাতাসে ভাসতে পারে এবং শ্বাসের সাথে টয়লেট ব্যবহারকারীর দেহে ঢুকতে পারে।

কমোডের ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে এটা ঠেকানো সম্ভব।

চীনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ে এ গবেষণা চালানো হয় – যা একটি জার্নালে প্রকাশিত হয়েছে।

বলা হচ্ছে, করোনাভাইরাস সংক্রমিত রোগীর কাশি-হাঁচির সময় বেরিয়ে আসা পানির কণাতেই যে শুথু ভাইরাস থাকে তা নয়, মলের মধ্যেও কিছু ভাইরাস থাকতে পারে।

তবে সত্যিই এভাবে ভাইরাস ছড়াচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়, এবং এ নিয়ে কিছু গবেষণা এখনো চলছে। -বিবিসি

এইচকে/ আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়