Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ২৩ জুন ২০২০
আপডেট: ২২:১৭, ২৩ জুন ২০২০

উইপোকা দূর করতে ঘরোয়া কিছু উপায়

প্রত্যকে বাড়ির এক বড় সমস্যা উইপোকা। বইয়ের তাক, ঘরের বিছানা, সিঁড়ির তলা সব জায়গাতেই ছড়িয়ে থাকে উইপোকা। আপনার বাড়ির পরিবেশ যদি স্যাঁতস্যাঁতে হয়, তবে উইপোকা বাস করার জন্য সেটি বেশ সহায়ক।

তবে এই উইপোকা দূর করার কিছু উপায় ঘরেই রয়েছে। যার মাধ্যমে খুব সহজেই উইপোকা তাড়ানো সম্ভব। সেই উপায়গুলো হলো-

নিম পাতা

নিম পাতার গন্ধ উইপোকা দূর করতে মারাত্নক কাজ করে। প্রথমে নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার বইয়ের তাকে, কাঠের আলমারি বা অন্যান্য আসবাবপত্রের কোণায় কোণায় ছড়িয়ে দিন গুঁড়ো করা নিমপাতা। প্রতি সপ্তাহে একবার করে নিমপাতা গুঁড়ো ছড়ালেই উইপোকা থেকে মুক্তি পেয়ে যাবেন।

ন্যাপথলিন

উইপোকা তাড়াতে ন্যাপথলিন  বেশ কার্যকরী।  কাঠের আলমারিতে জামা-কাপড়ের ভাজে ভাজে ন্যাপথলিন রেখে দিন। এছাড়া যেখানে যেখানে উইপোকা বাসা বাধে সেখানে দিয়ে দিন।

কালো জিরা

সবার বাড়ির রান্নাঘরেই থাকে কালো জিরা। আর এই কালো জিরা হলো যে কোনো পোকা তাড়াতে খুব ভালো ঔষধ। রোদে কালো জিরা শুকাতে দিন। এরপর সেটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে যেখানে উইপোকা বাসা বেঁধেছে, তার আশেপাশে রেখে দিন। দেখবেন উইপোকা সব পালাবে।

লবণ

উইপোকা বা ঘুণ লাগা থেকে বাঁচতে লবণ ব্যবহার করাও দুর্দান্ত বিকল্প। যেখানে উইপোকা লেগেছে সেখানে লবণ দিয়ে দিন।

কেরোসিন

কেরোসিন কাঠের জিনিসপত্রকে উইপোকা থেকে বাঁচাতে কেরোসিন ব্যবহার করুন। কেরোসিনের গন্ধ খুব জোরালো। কাঠের উপরে কেরোসিন স্প্রে করুন।

কর্পূর

কর্পূরের গন্ধও উইপোকা সহ্য করতে পারে না। কাজেই কর্পূর গুঁড়ো করে তরল প্যারাফিনের সঙ্গে মিশিয়ে ঘরের দেয়ালে ও আসবাবের গায়ে দিয়ে দিন। উইপোকার উপদ্রব কমতে বাধ্য।

পানি জমতে দেবেন না

বাড়ির যেসব জায়গায় আসবাবপত্র রয়েছে, তার আশপাশে কোথাও পানি জমতে দেবেন না। নর্দমা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়