লাইফস্টাইল ডেস্ক
চুলের যত্নে নিম
রুক্ষতা, খুশকিসহ বিভিন্ন কারণে কমে যায় চুলের বৃদ্ধি। তাই চুলের যত্ন নিতে হবে। যুগ যুগ ধরেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে নিম।
খুশকি দূর করার পাশাপাশি চুলের বৃদ্ধি দ্রুত করতে এই ভেষজের জুড়ি নেই। চুল ঝলমলে করতেও সাহায্য করে নিম। যেমন-
খুশকি দূর করে: নিম পাতা পেস্ট করে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। নিয়মিত ব্যবহার করতে খুশকি দূর হবে।
চুলের বৃদ্ধি বাড়ায়: নারকেল তেলে নিম পাতা দিয়ে ফুটিয়ে নিন। কুসুম গরম থাকা অবস্থায় চুলের গোড়ায় ম্যাসাজ করুন নিম অয়েল। সারারাত রেখে পরদিন ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
চুল ঝলমলে করে: মুঠো ভর্তি নিম পাতা ফুটিয়ে নিন ৫ মিনিট। পানি ঠাণ্ডা হলে শ্যাম্পু শেষে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও কোমল হবে চুল।
প্রাকৃতিক কন্ডিশনার: নিমের তেল চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও ৫ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
তাছাড়া নিম পাতা বেটে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও উপকার পাবেন। নিম পাতা ফোটানো পানি দিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিতে পারেন।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























