Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ১৯ জুলাই ২০২০
আপডেট: ১৩:০৭, ১৯ জুলাই ২০২০

পানির বোতল সঠিকভাবে পরিষ্কার করার পদ্ধতি

সুস্থ থাকতে হলে সবসময় পান করতে হবে বিশুদ্ধ পানি। তবে শুধু বিশুদ্ধ পানি হলেই হবে না, যে বোতলে পানি রাখা হচ্ছে সেটাও হতে হবে জীবাণুমুক্ত।

পানির বোতল ভালোভাবে পরিষ্কার করার পরও থেকে যেতে পারে জীবাণু। দেখতে পরিষ্কার লাগলেও ভেতরে থাকতে পারে ময়লা।

তাই পান করার পূর্বে পানির বোতল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নিচে এমন পাঁচটি ভিন্ন উপায় দেওয়া হল যা বোতল সঠিকভাবে পরিষ্কার করতে সক্ষম।

পরিষ্কার করা

বোতল ধোয়ার ভালো উপায় হল তা সিংকের উপর রেখে পরিষ্কার করা অথবা ‘ডিশ ওয়াশার’ দিয়ে পরিষ্কার করা। বোতলের তলা পর্যন্ত যেন পরিষ্কার করা যায় সেদিকে খেয়াল রাখুন।

সাবান পানিতে ভিজিয়ে রাখা

সরু বোতলের জন্য এই প্রক্রিয়া উপযোগী। এভাবে বোতলের ভেতরে পরিষ্কার করা যায় এবং জীবাণু দূর হয়।

তরল সাবান ও পানির সাহায্যে বোতল ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন এরপর ভালোভাবে ধুয়ে নিন। বোতলের পাইপ ও ঢাকনা আলাদাভাবে পরিষ্কার করতে ভুলবেন না।

ভিনিগার ব্যবহার

প্রাকৃতিক পরিষ্কারক ব্যবহার করতে চাইলে ভিনিগার ভালো উপায়। সাদা ভিনিগার জীবাণু ও ক্ষুদ্র ভাইরাস মারার ভালো উপায়। এগুলো বোতলের তলায় থাকে। তাই বোতলে ভিনিগার দিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে বোতল ধুয়ে নিন। এতে সম্পূর্ণভাবে রাসায়নিক উপাদান মুক্ত হবে।

মৃদু ব্লিচিং ব্যবহার

মৃদু ব্লিচিং জীবাণু দূর করে। বোতল ভালোভাবে পরিষ্কার করতে ব্লিচিং পানির সঙ্গে মেশান। মিশ্রণটি দিয়ে বোতল ধুয়ে নিন। আর ভালো ভাবে শুকানর পরে বোতল  ব্যবহার শুরু করুন।

ক্লিঞ্জিং ট্যাবলেট ব্যবহার

যে কোন ধরনের ‘ডিসলভিং ট্যাবলেট’ বোতল পরিষ্কার করার ভালো উপায়। বোতল পানি দিয়ে ভরে একটা ট্যাবলেট ছেড়ে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করুন। বোতল পরিষ্কার হয়ে যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়