Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০২:৪৯, ২৯ জুলাই ২০২০

এই ঈদে যেমন পোশাক পড়বেন

ঈদুল আজহায় সারাদিন ব্যস্ততা থাকলেও ঈদের দিন সন্ধ্যায় এবং পরের দুদিন দাওয়াত আর ঘোরাঘুরি তো আর বাদ দেওয়া চলে না। তবে এই মৌসুমের উৎসবে হালকা ও আরামদায়ক পোশাক পরাই ভালো।

ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি উৎসবের মধ্যে সময়ের ব্যবধান খুবই অল্প। কিন্তু সময়ের স্বল্পতা তাছাড়া যেহেতু এই উৎসবে পশু কোরবানি মূল উদ্দেশ্য সব মিলিয়ে পোশাকে তেমন একটা নতুনত্ব থাকে না। ঈদুল ফিতরের নকশা ও স্টাইলগুলোই প্রাধান্য পায় এই ঈদেও।

কোরবানির ঈদের সকালে কাজের পরিমাণ কিছুটা বেশি থাকে। তাই নতুন পোশাক পরার প্রবণতা সকালে তেমন একটা থাকে না। বরং সন্ধ্যায় এবং ঈদ পরবর্তী দুদিন নতুন জামা পরে ঘুরে বেড়ানোর বিষয় থাকে।

এই ঈদে সকালে হালকা ধরনের আরামদায়ক পোশাক পরাই ভালো। বিকাল বা সন্ধ্যায় পছন্দসই জমকালো পোশাক পরা যেতে পারে।

আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী সারা বছরই সুতি কাপড়ের তৈরি পোশাক বিশেষ উপযোগী। কারণ সুতির পোশাক ঘাম শুষে নেয় এবং বাতাস চলাচল করতে পারে বিধায় বেশ আরামদায়ক। তাছাড়া এখন ভারী ও হালকা বিভিন্ন ধরনের সুতি পোশাক পাওয়া যাচ্ছে। আরও আছে লিলেন, ক্রেপ, সিফন ইত্যাদি হালকা কাপড়। এগুলোও এই আবহাওয়ায় বেশ আরামদায়ক।

পুরো বছর জুড়েই উজ্জ্বল ও গাঢ় রংগুলো বেশ জনপ্রিয়তা পেয়ে আসছে। তাছাড়া উৎসব মানেই জমকালো পোশাক। তাই যে কোনো রংয়ের উজ্জ্বল শেইডগুলোই বেছে নেওয়া যেতে পারে নিজ নিজ পছন্দমতো।

ব্যস্ততার মাঝেও নতুন ও সুন্দর পোশাক পরা চাই এই উৎসবের দিনগুলোতে। আর সুন্দর আর রুচিশীল পোশাকে ব্যক্তিত্ব প্রকাশ পায়।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়