নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২০, ৩১ জুলাই ২০২০
ঈদে রান্না করুন খাসির মাংসের মজাদার কোরমা
কোরবানির ঈদ আর খাসির কোরমা হবে না তাই কি হয়। খাসির মাংসের মজাদার রান্নার মধ্যে খাসির কোরমা অন্যতম। চলুন জেনে নিই এই মজাদার রান্নার সহজ রেসিপি......
উপকরণঃ
১. খাসির মাংস ১ কেজি ২. দেশি পেঁয়াজকুচি ১/২ কাপ,
৩. পেঁয়াজবাটা ১/৪ কাপ ৪. রসুনবাটা ২ চা-চামচ,
৫. লবণ ২ চা-চামচ ৬. ঘি ১/২ কাপ,
৭. কাঁচা মরিচ ৮/১০ ৮. আদাবাটা ১ টেবিল-চামচ,
৯. দারচিনি বড় ৪/৫ টুকরা ১০. তেজপাতা ২,
১১. এলাচি ৪/৫ ১২. টক দই ১/২ কাপ,
১৩. চিনি ৪ চা-চামচ ১৪. কেওড়া ২ টেবিলচামচ,
১৫. তরল দুধ ২ টেবিল-চামচ ১৬. লেবুর রস ১ টেবিল-চামচ,
১৭. জাফরান ১/২ চা-চামচ
প্রস্তুত প্রণালীঃ
খাসির মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে সুন্দর করে চালনী বাটিতে রেখে পানি ঝড়িয়ে নিতে হবে। তার পর সব বাটা মসলা যেমন গরম মসলা, টক দই, সিকি কাপ ঘি ও লবণ দিয়ে মেখে হাত ধোয়া অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন।
পানি কমে গেলে কেওড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর অন্য একটি চুলায় বাকি ঘি গরম করে পেঁয়াজকুচি সোনালি রং করে ভেজে মাংসের হাঁড়িতে দিয়ে বাগার দিন। তারপর চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন।
৫/৭ মিনিট পর ঢাকনা খুলে দুধে ভেজানো জাফরানগুলো ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও ৫/৬ মিনিট ঢেকে রাখতে হবে । তারপর ঢাকনা খুলে লেবুর রস দিয়ে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মতো দমে রাখুন। যখন কোরমা মাখা মাখা হয়ে বাদামি রং হবে এবং মসলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























