লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৫:২৫, ১৬ আগস্ট ২০২০
লকডাউনে খিচুড়ি
লকডাউনে ঘর থেকে বের হতে পারছেন না। বাইরে রিমঝিম শব্দে বৃষ্টি হচ্ছে। এমন সময় একটু ভুনা খিচুড়ি হলে খারাপ হত না। খিচুড়ির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এতে উপস্থিত এসেনশিয়াল এমিনো এসিড।
মানুষের শরীরের জন্য উপকারি এসেনশিয়াল এমিনো এসিডগুলো পাওয়ার জন্য আমিষ ও শ্বেতসার দুটোই খেতে হয়। এখানেই রয়েছে খিচুড়ির উপকারিতা। কিছু এমিনো এসিড থাকে চালে। কিছু এমিনো এসিড থাকে ডালে। এ দুটো একসাথে করে খিচুড়ি রান্না করলে মাংস থেকে যে পরিমাণ এমিনো এসিড পাওয়া সম্ভব তার প্রায় সবটাই পাওয়া যায়। আর তার সাথে শর্করা, ভিটামিন এবং খনিজ তো আছেই।
উপকরণ:
পিয়াজ কুচি ৩ টেবিল চামচ , ১০ টি লবঙ্গ , ২ টুকরা দারুচিনি , ৫ টি এলাচ , ১ টি তেজপাতা , আদা বাটা ১ টেবিল চামচ , রসুন বাটা ১ টেবিল চামচ , জিরা গুঁড়ো দেড় চা চামচ , হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ , ধনিয়া গুঁড়ো ১ চা চামচ , মুরগির মাংস , পোলাউ চাল ৩ কাপ , মুসরের ডাল ও মুগ ডাল দেড় কাপ, আস্ত জিরা, কাঁচা মরিচ ইত্যাদি।
প্রণালী: একটি প্যানে ৩ – ৪ টেবিল চামচের মতো তেল নিয়ে ৩ টেবিল চামচের মতো পিয়াজ কুঁচি দিয়ে দিবেন। এবার গরম মসলা (১০টি লবঙ্গ, ৫ টি এলাচ, ২ টুকরা দারুচিনি, তেজপাতা ১টি ) দিয়ে ভেজে নিবেন (ফ্লেভাবের জন্য)। একটু পানি দিয়ে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, দেড় চা চামচ জিরা গুঁড়ো, ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিবেন।
তেল উপরে উঠে আসলে স্বাদ মতো লবন দিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নিবেন। এর সঙ্গে আস্ত জিরা দিতে পারেন যা চালের সঙ্গে খেতে ভালো লাগবে। এবার পোলায়ের চাল ৩ কাপ এবং দেড় কাপ পরিমাণ মুসরের ডাল ও মুগ ডাল (মুগ ডাল ভেজে নিতে হবে) দিয়ে ভেজে নিবেন। তারপর ৮ কাপ গরম পানি এবং হাফ কাপ পরিমাণ দুধ (চাল নরম করার জন্য) দিয়ে দিবেন। কিছু সময় ঢাকা দিয়ে রাখবেন যাতে পানি শুকিয়ে যায়।
এবার ৫–৬ টি কাঁচা মরিচ দিয়ে ৪ থেকে ৫ চা চামচ পরিমাণ ঘি দিবেন। তারপর খিচুরি আধা ঘণ্টার জন্য দমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। সব শেষে চুলার আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করে নামিয়ে পরিবেষণ করবেন। এভাবেই খুব সহজে রান্না করতে পারবেন মুরগির মাংসের ভুনা খিচুড়ি।
আইনিউজ/টিএ
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























