লাইফস্টাইল ডেস্ক
বৃষ্টির দিনে চুল পড়া রোধে যা করবেন
বৃষ্টির মৌসুমে চুল পড়ার সমস্যায় ভোগেন নারী-পুরুষ সবাই। বিশেষ করে নারীরা বেশি যন্ত্রণায় পড়েন। চুলে চিরুনি দিতেই ভয় হয়। তবে চুলের যত্ন নেওয়ার পদ্ধতি জানলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
হেয়ার মাস্ক লাগাতে হবে চুলে। ই-কমার্স সাইটে গিয়ে হেয়ার মাস্ক খুঁজতে বসবেন না। ব্যবহার করুন ঘরোয়া হেয়ার মাস্ক। অ্যালোভেরা এবং নারিকেল তেল আপনার চুল ঝরা কমাবে।
এ দুইটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে চুলে লাগিয়ে নিন। সকালে উঠে ঠান্ডা পানিতে মাথা ধুঁয়ে ফেলুন। সাত দিন পরই দেখতে পাবেন চুল পরা বন্ধ হয়ে যাবে।
এছাড়া কারিপাতা, মেথি এবং আমলার ব্যবহার করতে পারেন। এটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে।
চুলের পুষ্টিতে আমলকি এবং মেথির ভূমিকাও অনেক। কারিপাতা, মেথি এবং আমলকি দিয়ে তৈরি হেয়ার মাস্ক চুল পড়া বন্ধে বেশ কার্যকরি।
প্রথমে কারিপাতা, মেথি এবং আমলকি দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর এই পেস্ট চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত ভালো করে ম্যাসাজ করুন।
মিশ্রণটি মাথায় দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই পেস্ট ব্যবহার করলেই রোধ হবে চুল পড়া।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























