Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৯ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ২১ আগস্ট ২০২০

অতিরিক্ত সন্দেহপ্রবণতা আয়ু কমিয়ে দেয়: গবেষণা

মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের একটি সন্দেহপ্রবণতা। তবে অতিরিক্ত সন্দেহপ্রবণতা একটি মানসিক সমস্যা হিসেবে বলে থাকেন মনোরোগ বিশেষজ্ঞরা। 

জি নিউজ জানিয়েছে, অতিরিক্ত সন্দেহপ্রবণতাকে বিপজ্জনক বলছে সুইডেনের একটি সমীক্ষা। এতে দেখা যায়, বেশি সন্দেহপ্রবণ লোকদের আয়ু কমে যায়। 

দেশটির স্টকহোম ইউনিভার্সিটির একদল গবেষক, প্রায় ২৪ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে এমনটাই দাবি করেছেন। 

এই ২৪ হাজার মানুষের প্রায় ৫৮ শতাংশ অন্যকে সহজে বিশ্বাস করতে পারেন না। এক কথায়, তারা সন্দেহপ্রবন মানসিকতার। ৩৭ শতাংশ মানুষ অন্যকে বিশ্বাস করেন স্বাভাবিকভাবেই।

সমীক্ষাটিতে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত ব্যক্তিদের তালিকায় যারা জীবদ্দশায় ইতিবাচক চিন্তা-ভাবনা করতেন, তারাই বেশি দিন বেঁচে থেকেছেন। 

গবেষকরা দেখেছেন, যাদের মধ্যে সন্দেহপ্রবণতা কম, তাদের মধ্যে হার্টের সমস্যাও অন্যান্যদের তুলনায় কম। এই সমীক্ষায় দেখা গিয়েছে, বয়স্ক মানুষের মধ্যে তরুণদের তুলনায় ইতিবাচক চিন্তা-ভাবনা অনেক বেশি।

স্টকহোম ইউনিভার্সিটির গবেষকদের মতে, মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে, উদার চিন্তা-ভাবনার সাহায্যে সুন্দর জীবন ও দীর্ঘায়ুর অধিকারী হতে পারেন যে কোনও ব্যক্তি। 

এদিকে এই মতামত সমর্থন করতে পারেননি মনোবিজ্ঞানীদের একটা বড় অংশ। দ্বিধাহীনভাবে সকলকে বিশ্বাস করার ক্ষেত্রে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে। ইতিবাচক চিন্তা-ভাবনা জীবনকে সুন্দর করে তুলতে পারে ঠিকই, তবে দ্বিধাহীনভাবে সকলকে বিশ্বাস করাটাও ঠিক নয় একেবারেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়