Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ২৩ আগস্ট ২০২০

গোলাপি ঠোঁট পেতে চান?

নরম, কোমল, গোলাপি ঠোঁট যেকোনো নারীর সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। নরম গোলাপী ঠোঁটের স্বপ্নও দেখেন অনেকে, বিশেষ করে নারীরা। কিন্তু বাস্তবে সে স্বাদ অনেকেরই মেটেনা। কারণ, রঙ নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। জন্মগত রঙের কারণে হতে পারে বা প্রাত্যহিক জীবন যাপনের ধরণের ফলে হতে পারে।

ঘরোয়া উপায়ে স্থায়ীভাবে নজরকাড়া সুন্দর গোলাপি ঠোঁট পাওয়ার উপায় জেনে নেওয়া যাকঃ

১, ঠোঁটে প্রতিদিন সামান্য পরিমাণ চিনি দিয়ে আলতো করে স্ক্র্যাবিং করুন। এতে ঠোঁট সতেজ থাকবে।

২, পরিষ্কার টুথব্রাশ দিয়েও ঠোঁটে স্ক্র্যাবিং করা যেতে পারে। এর ফলে ঠোঁটে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়ে। এতে ঠোঁট হয়ে উঠবে গোলাপি ও আকর্ষণীয়।

৩,ঠোঁটের যত্নে অলিভ অয়েল ও দারুচিনির সংমিশ্রণ দারুণ উপকারি। এক চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চিমটি দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এরপর তা ঠোঁটে মিনিট দশেক মাখিয়ে রাখুন। তারপর সামান্য গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। কার্যকারিতা নিজেই দেখতে পারবেন।

৪,ঠোঁটকে প্রাণবন্ত ও সতেজ রাখতে সিরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরাম হিসেবে নারিকেল তেল, বাদামের তেল কিংবা জলপাইয়ের তেল ব্যবহার করা যেতে পারে। এটি নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

 ৫, ঠোঁটের যত্নে মধুর ব্যবহারের কথা অনেকেরই জানা। এক চামচ মধুর সঙ্গে স্বল্প পরিমাণে বাদামি চিনি মিশিয়ে নিন। এরপর তা ঠোঁটে লাগিয়ে আলতো করে মালিশ করুন। এক্ষেত্রে কিছুক্ষণ ‘ক্লক ওয়াইজ’ স্ক্র্যাব করুন, তারপর আবারও কিছু সময় ‘ক্লক ওয়াইজ’ স্ক্র্যাব করুন। এভাবে স্ক্র্যাবিংয়ের পর ঠোঁট হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ঠোঁট হয়ে উঠবে গোলাপি, কমনীয় ও আকর্ষণীয়।

আইনিউজ/টিএ

 

জেনে নিন কী উপায় নিজের ঠোঁটের রঙ মনের মতন করে তুলবেনঃ ১, প্রতিদিন এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর ...

Read more at: https://bangla.asianetnews.com/technology/motorola-set-to-launched-moto-e7-smartphone-here-is-specification-bdd-qf7bvt
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়