Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ২৯ আগস্ট ২০২০
আপডেট: ২১:৫৭, ২৯ আগস্ট ২০২০

তাল দিয়ে তৈরি করুন মজাদার কেক

চলছে তালের মৌসুম। এই তাল দিয়ে তৈরি করা যায় অনেকরকম সুস্বাদু খাবার। যার মধ্যে একটি হলো তালের কেক। তাহলে আসুন জেনে নেয়া যাক মজাদার এই কেকের রেসিপি।

উপকরণ :

ময়দা ১ কাপ

ডিম ৪টা

বাটার ১ কাপ

তালের গোলা ২ টেবিল চামচ

বেকিং পাউডার আধা চা চামচ

কেক ইম্প্রভার আধা চা চামচ

চিনি আধা কাপ

প্রস্তুত প্রণালীঃ

ময়দা ও বেকিং পাউডার চেলে নিন, একটা পাত্রে বাটার ও চিনি বিট করে এতে একটা একটা ডিম দিয়ে বিট করে নিন। এবার তালের গোলা ও ময়দা দিয়ে আলতো করে মিশিয়ে ডায়াসে ঢেলে প্রিহিট ওভেনে ১৬০০ তাপে ২০ মিনিট বেক করে নিন। তৈরি হয়ে গেল মজার স্বাদের তালের কেক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়