Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৬ সেপ্টেম্বর ২০২০

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে যেসব কাজ

বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের ক্ষমতা কমতে থাকে। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে আমাদের খেলার দিকে মনোযোগী হতে হবে। পাশাপাশি করতে হবে কিছু এক্সারসাইজও। এই এক্সারসাইজগুলো মেনে চললে মস্তিষ্কের কার্যকারিতা বাড়বে। স্মৃতিশক্তি বাড়বে, বাড়বে কাজের প্রতি মনোযোগও। 

দৌড়
২০১৬ সালে কিছু গবেষণায় দেখা গেছে, নিয়ম করে অল্পবিস্তর দৌড়াদৌড়ি করলে ব্রেনের ক্ষমতা বাড়ে অনেকটাই। বিশেষজ্ঞদের মতে, দৌড়ানোর সময় মস্তিষ্কের হাইপোক্যাম্পাস অংশটি তরতাজা হয়ে ওঠে। ফলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে। কমে স্ট্রেসও। মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায় অনেকটাই। তবে দৌড়ানোর আগে আপনার শারীরিক অবস্থার দিকে নজর দিন। প্রথমদিকে মিনিট দশেক, এবং ধীরে ধীরে তা মিনিট বিশেক পর্যন্ত হলেই যথেষ্ট।

শরীরচর্চা
বিশেষজ্ঞরা বলছেন, ব্রেইনকে সুস্থ রাখতে সপ্তাহে ১৫০ মিনিট শরীরচর্চাই যথেষ্ট। তাতে মস্তিষ্কের স্পেশাল মেমরির উন্নতি ঘটে। পাশাপাশি ডিমেনশিয়া, ডিপ্রেশন এবং আলঝাইমার্সের মতো সমস্যাও দূরে থাকে। নিয়ম করে শরীরচর্চা করলে হার্টের ক্ষমতা বাড়ে, সেইসঙ্গে ফুসফুসের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে।

সাইক্লিং
প্রতিদিন মিনিট বিশেক সাইকেল চালালে তা আপনার ব্রেইনে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। যে কারণে নিত্য নতুন কোষের জন্ম হতে শুরু করে। যার ফলে কগনেটিভ ফাংশনের উন্নতি তো ঘটে। যত প্যাডেল ঘোরাবেন, তত কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ ঠিক ঠিক নিয়ম মেনে হবে।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়