Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

মাকড়সা দূর করার ঘরোয়া উপায়

অনেক দিন ধরে যদি ঘর আবদ্ধ থাকে তাহলে দেখা যায় বাড়িঘর মাকড়সাদের দখলে চলে গেছে।সারা ঘরেই মাকড়সার জালে ঘেরা থাকে। আবার বেশিদিন ঘরদোর পরিষ্কার না করলেও এ সমস্যা দেখা দেয়।

আর মাকড়সার জাল পরিষ্কার করতে করতে অতিষ্ট হয়ে উঠেন অনেকেই। তবে চিন্তার কারণ নেই, মাকড়সার উপদ্রব দূর করার জন্য রয়েছে কিছু ঘরোয়া টিপস। যা বেশ কার্যকরী।

জেনে নিন ঘর থেকে মাকড়সা দূর করার ঘরোয়া উপায়- 

► একমুঠো পুদিনা পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিন। ঘরের যেসব জায়গায় মাকড়সার জাল রয়েছে সেখানে স্প্রে করুন। পুদিনার তেল সামান্য পানির সঙ্গে মিশিয়েও স্প্রে করতে করতে পারেন।

► মাকড়সা তাড়াতে ভিনেগার খুব উপকারী, কারণ ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধ পেলে মাকড়সা পালায়। এজন্য প্রথমে ১ কাপ সাদা ভিনেগার এবং ১ কাপ পানি মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। যেখানে মাকড়সার উপদ্রব বেশি সেখানে বেশি করে স্প্রে করুন।

► মাকড়সা তাড়ানোর আরেকটি অব্যর্থ উপকরণ এসেন্সিয়াল অয়েল। স্প্রে বোতলে ভরে ঘরের আনাকে-কানাচে স্প্রে করুন এসেন্সিয়াল অয়েল, নিমিষেই গায়েব হবে মাকড়সা।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়