Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২১ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২০

কাঁচের টুকরো ডাস্টবিনে ফেলার আগে করণীয়

সংগৃহীত

সংগৃহীত

হঠাৎ করেই হাত থেকে পড়লো একটি কাঁচের জার, বাটি বা গ্লাস। দ্রুত তা পরিষ্কার করতে হবে। আর বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলেতো কথাই নেই। সেক্ষেত্রে একটা ক্ষুদ্র কাঁচের কণাও ফ্লোরে থাকা যাবে না। দ্রুততার সঙ্গে ঝাড়ু আর ডাস্টপ্যান দিয়ে সব কাঁচের টুকরো তুলে ফেলা হলো ডাস্টবিনে। চিন্তামুক্ত হলেন? 

না এখানেই শেষ নয়। আপনার ফেলা কাঁচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে আপনি নিশ্চিন্ত হলেও যারা প্রতিদিন আমাদের বাসার সব প্রকার বর্জ্য পদার্থ পরিষ্কার করে নিয়ে যায় তাদের জন্য এটা কতোটা ভয়াবহ একবার তা ভেবে দেখেছেন?

পরিচ্ছন্নকর্মীরা হাতে গ্লাভস ব্যবহার করে না। খালি হাতেই ময়লাগুলো বাছাই করে। একটা কাঁচের টুকরো তাদের হাতে গেঁথে গেলে কতটা রক্তপাত হবে ভাবতে পারেন?  এছাড়াও কুকুর-বিড়াল ডাস্টবিন থেকে খাবার খায় তাদের খাবারের সঙ্গে কাঁচের টুকরো মুখে গেলে কেমন হবে?

তাই কাঁচভাঙা, ভাঙা ছুড়ি-কাঁচি, পুরনো ধারালো কোনো জিনিস ফেলার সময় মোটা কাগজে পেঁচিয়ে তারপর কাপড়ের শপিং ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলতে হবে। ব্যাগের উপর কাঁচভাঙা লিখে স্কচটেপ দিয়ে লাগিয়ে দিলে আরো ভালো। এতে পরিষ্কারের সময় অন্তত কোনো গুরুত্বর দূর্ঘটনা ঘটবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়