Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৭:৪১, ৯ মার্চ ২০২৪

স‌ দিয়ে নামের তালিকা অর্থসহ

আবারও আমরা হাজির হয়েছি‌ স‌ দিয়ে নামের তালিকা অর্থসহ নিয়ে এই প্রতিবেদনে। অর্থাৎ যে সকল ছেলেমেয়েদের নাম স দিয়ে তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি পর্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের এই প্রতিবেদনে এই অক্ষর দিয়ে যে নামগুলো দেওয়া হচ্ছে সেগুলো রাখতে পারবে হিন্দু এবং মুসলমান ধর্মের মানুষেরা। অর্থাৎ সকল ধর্মের মানুষের জন্যই এই প্রতিবেদনের নাম হল। শুধুমাত্র তাই নয় এখানে ছেলে-মেয়ে উভয়ের নাম রাখতে পারবেন এমন নাম বলেই তুলে ধরা হচ্ছে এখানে। চলুন তাহলে নিচ থেকে আমরা এই নামের তালিকাটি দেখে নিন।

ছেলেদের স‌ দিয়ে নামের তালিকা অর্থসহ

  • সৌম্য    শান্ত ও সুন্দর, চন্দ্রের পুত্র
  • সংকল্প    মনোরথ, অভিপ্রায়, প্রতিজ্ঞা
  • সুদীপ্ত    আলোকিত, উজ্জ্বল
  • সৌগত    সহস্র মানুষের মাঝে সেরা ব্যক্তিত্ব
  • সন্দীপন    প্রজ্জ্বলক, উদ্দীপক
  • সৃজিত    রচিত, নির্মিত
  • সায়ন্তন    সন্ধ্যাকালীন, গোধুলী
  • সত্যজিৎ    সত্যকে জয় করেছেন যিনি
  • সাগর    সমুদ্র
  • সৌভিক    ঐন্দ্রজালিক, জাদুকর, মায়াবী
  • সুমন    সুন্দর মন যার, ভালো, শুভ
  • সাগ্নিক    অগ্নিহোত্রী; নিয়ত যজ্ঞকারী
  • সমৃদ্ধ    ঐশ্বর্যশালী, সম্পন্ন
  • সৃজন    সৃষ্টি, নির্মাণ, রচনা
  • সায়ন    প্রিয় বন্ধু, হৃদয়বান, সূর্য
  • স্পন্দন    কম্পন, স্ফুরণ, নাড়ি
  • সাম্য    সমতা
  • সমর্পণ    উৎসর্গ, সমর্পিত, সকল স্বত্ব ত্যাগকারী
  • সন্মিত্র    প্রকৃত বন্ধু
  • সাত্ত্বিক    সৎ, সাধু
  • সত্যব্রত    সত্যনিষ্ঠ, সত্যপরায়ণ, শ্রীকৃষ্ণ
  • সায়ন্তন    সন্ধ্যাকালীন
  • সুদীপ    অত্যুজ্জ্বল
  • সৌমিত্র    ভালো বন্ধু, সুমিত্রার পুত্র
  • সদাশিব    মহাদেব
  • সব্যসাচী    যার দুটি হাতই সমানভাবে চলে, অর্জুন
  • সুদেব    প্রকৃত ঈশ্বর, ভাল মানুষ
  • সূর্য    ভানু, রবি
  • সমরেশ    ভগবান বিষ্ণু
  • সুমন্ত    প্রাজ্ঞ, জ্ঞানী
  • সুশান্ত    অতীব শান্ত
  • সমুদ্র    সাগর
  • সুজন    ভালো মানুষ
  • সমীরণ    বায়ু / বাতাস
  • সার্থক    সফল
  • সৌরভ    সুবাস, সুগন্ধযুক্ত
  • সন্নত    বিনত
  • সরোজ    পদ্ম
  • সিদ্ধার্থ    সফলকাম
  • সোহম    গুরু ব্রহ্মা
  • সুরজিৎ    ঈশ্বর, দেবতার জয়
  • সনাতন    নিত্য, চিরস্থায়ী, চিরন্তন, শাশ্বত, শিব
  • সৌম্যজিৎ    সুন্দরকে জয় করেছে যে
  • সহজ    সরল, সোজা
  • সোহান    সুদর্শন, নক্ষত্র, ঈশ্বর দয়াময়
  • সুজিত    জয়
  • সুবিনয়    অতিশয় বিনয়ী
  • সৌরেন্দ্র    দেবরাজ, ইন্দ্র
  • সরল    আন্তরিক, সৎ
  • সন্মার্গ    সৎ পথ, ধর্মের পথ
  • সমীর    বাতাস
  • সুকুমার    সুদর্শন
  • সুপ্রিয়    অত্যন্ত প্রিয়
  • সৌনক    ঋষি
  • সুদর্শন    সুপুরুষ
  • সুপ্রকাশ    সুন্দরভাবে উদ্ভাসিত বা প্রকাশিত
  • সুবর্ণ    সুন্দর বর্ণযুক্ত
  • সৌমাল্য    ভাগ্যবান, সুন্দর মাল্য বা মালা
  • সজল    জলপূর্ণ, সিক্ত, অশ্রুপূর্ণ
  • সত্য    প্রকৃত, বাস্তব, যথার্থ
  • সুনীল    গাঢ় নীল
  • সোমেশ্বর    চন্দ্রের দেবতা, শিব
  • সঞ্জয়    জয়
  • সুবীর    সাহসী যোদ্ধা
  • সুকোমল    অতিশয় নরম মানুষ
  • সুজয়    অসাধারণ জয়
  • সুকান্ত    সুন্দর দেহের অধিকারী
  • সৌহার্দ    বন্ধুত্ব
  • সঞ্জীব    দীর্ঘজীবী
  • সুশোভন    সুন্দর শোভাযুক্ত
  • সুমন্দ    মৃদুমন্দ, ধীর প্রকৃতির
  • সঞ্জীবন    জীবনদানকারী
  • সৌপ্তিক    রাত্রিকালীন যুদ্ধ
  • সুমিত    হৃদয়ের বন্ধু
  • সাত্যকি    শ্রীকৃষ্ণের সারথি
  • সপ্তক    সাতটির সমষ্টি, স্বরগ্রাম
  • সায়নদীপ    সন্ধ্যা প্রদীপ
  • সুশ্রুত    ভালোভাবে শোনা গিয়েছে এমন
  • স্বস্তিক    শুভ, কল্যাণকারী
  • সতীশ    মহাদেব
  • সপ্তপ্রদীপ    সাতটি প্রদীপের সমান
  • সংগ্রাম    সমর, যুদ্ধ
  • সোমরাজ    চন্দ্রমা, দেবতা
  • সঙ্কেত    ইশারা, ইঙ্গিত
  • সংস্কার    সহজাত প্রবৃত্তি বা বুদ্ধি
  • সমর    যুদ্ধ
  • সপ্তর্ষি    সাতজন ঋষির নামাঙ্কিত নক্ষত্র মন্ডলী
  • সন্দেশ    বার্তা, খবর
  • সঞ্জিত    সম্পূর্ণ রূপে জয়যুক্ত
  • সুধর্ণ    জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান
  • সৌম্যজিৎ    সুন্দরকে জয় করেছে যে
  • সুশীল    সচ্চরিত্র, ভদ্র
  • সুব্রত    ধার্মিক, ভীষণ ভালোভাবে ধর্ম পালন করেন জিনি, বিষ্ণুর আরেক নাম
  • সংলাপ    পরস্পর আলাপচারিতা
  • সদাশয়    উদারচেতা, মহৎ
  • সুবিমল    অতিশয় নির্মল
  • সপ্তপর্ণ    ছাতিম গাছ
  • সুরেশ     ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, মহাদেব
  • সলিল    জল, বারি
  • সুখদেব    ঐশ্বরিক সুখ
  • সপ্তরথী    মহাভারতের সাতজন রথী
  • সুবোধ    উত্তম বুদ্ধি ও জ্ঞান আছে যার
  • সুরদীপ    সঙ্গীতের আলো, ভগবান ইন্দ্র
  • সন্তু    সবচেয়ে দয়ালু ও ভালোবাসার মানুষ
  • সুনন্দ    সুন্দর স্বভাবের মানুষ, আনন্দদানকারী
  • সৌম্যদীপ    সুন্দর প্রদীপ
  • সক্ষম    যোগ্য, সমর্থ
  • সন্তোষ    হর্ষ, আনন্দ, পরিতৃপ্তি
  • সুগ্রীব    সুন্দর গ্রীবা আছে এমন, 
  • সুরেন    দেবরাজ ইন্দ্র
  • স্বপন    স্বপ্ন
  • সহস্রজিৎ    সহস্রজনকে একাই পরাভূত করেন যিনি, ভগবান শ্রীকৃষ্ণ
  • স্বরাজ    স্বয়ংপ্রভ, স্বায়ত্তশাসনকারী, ভগবান ইন্দ্র
  • সংশপ্তক    নির্ভীক, দৃঢ়প্রতিজ্ঞ বীর
  • সওগাত    উপহার, তত্ত্ব
  • সংযোগ    মিলন, সম্পর্ক
  • সদানন্দ    সর্বদা আনন্দে থাকেন যিনি, সদা প্রফুল্ল, মহাদেবের আরেক নাম
  • সুরেন্দ্র    ভগবান ইন্দ্র
  • সম্রাট    রাজাধিরাজ
  • সুন্দর    মনোহর, রূপবান
  • সঙ্গম    মিলন, নদী, উন্নতচরিত্র, অভিজাত
  • সমাদৃত    সমাদর প্রাপ্ত
  • সুভাষ    প্রিয় বাক্য বলে যে
  • সুকৃৎ    ভালো কাজ করে যে, পুণ্যবান, ধার্মিক
  • সোম    চন্দ্রের আরেক নাম
  • সংযম    নিবৃত্তি, ক্ষমা, যোগ, ধ্যান
  • সুহৃদ    বন্ধু
  • সনৎ    ব্রহ্মা, সদা সর্বদা
  • সৃঞ্জয়    সম্পূর্ণরূপে সুখী, আনন্দদায়ক, আধুনিক
  • সুতীর্থ    জলের নিকটে একটি পবিত্র স্থান,  ভালো শিক্ষক, ভগবান শিব
  • সোমনাথ    মহাদেব
  • সাধন    সিদ্ধি, সম্পাদন, আরাধনা, সহায়, সম্পদ
  • সুরঞ্জিত    সুন্দরভাবে রঞ্জিত
  • স্মরণ    স্মৃতি
  • সুব্রত    সুন্দরভাবে ব্রত পালনকারী, ধার্মিক
  • সরোজিন    ভগবান ব্রহ্মা
  • সৌমেন    সুন্দর মনের মানুষ
  • সুলোচন    সুন্দর চোখের পুরুষ
  • সবুজ    হরিৎ, তরতাজা
  • সম্পদ    ঐশ্বর্য, ধন সম্পত্তি
  • সমাপন    সমাপ্তি
  • সমাচ্ছন্ন    আবৃত, ঢাকা
  • সরোদ    বাদ্যযন্ত্র
  • সসাগর    সমুদ্র পরিবেষ্টিত, আসমুদ্র
  • সৈকত    বালুকাময় তট
  • সুপ্রতিম    সুচিত্র, সুন্দর গঠণ যার, দুর্দান্ত
  • সপ্তাশ্ব    সূর্য, সপ্ত অশ্বচালিত রথারূঢ়
  • সৈনিক    প্রহরী, সৈন্য
  • স্যমন্তক    শ্রীকৃষ্ণের ভূষণ মণি
  • স্মারক    স্মৃতিজনক
  • সুস্মিত    সুন্দর মৃদুহাস্য বিশিষ্ট
  • সুধাংশু    চাঁদ
  • সরফরাজ    প্রশংসিত, প্রধান
  • সুলতান    মুসলমান নৃপতির উপাধি
  • স্তবক    গ্রন্থের পরিচ্ছদ, গুচ্ছ
  • স্ফটিক    অতি স্বচ্ছ শুভ্রবর্ণ প্রস্তর
  • স্মার্ত    স্মৃতিশাস্ত্রে পণ্ডিত ব্যক্তি
  • সেবাব্রত    একনিষ্ঠভাবে পরিচর্যায় ব্রত
  • স্মিত    ঈষৎ হাস্যময়
  • সমিধ    অগ্নি
  • সহদেব    দেবের সহিত বর্তমান, মাদ্রীর গর্ভজাত পাণ্ডুর কনিষ্ঠ পুত্র
  • স্বাগত    শুভাগমন, কুশল প্রশ্ন
  • স্তম্ভিত    বিস্ময়ে অভিভূত
  • সানন্দ    আহ্লাদিত
  • সারঙ্গ    ময়ূর, ভ্রমর, চন্দন, ধনুক
  • স্রোত    জলধারা, প্রবাহ
  • সদাচারী    ন্যায়পরায়ণতা, সাধুতা
  • সায়ক    বাণ, শর
  • সমাহার    মিলন, সংগ্রহ
  • সর্বেশ্বর    সার্বভৌম, শিব
  • সারস্বত    ব্রাহ্মণের শ্রেণী
  • সমস্ত    সমুদয়, সম্পূর্ণ
  • সাক্ষীগোপাল    পুরীধামের নিকটস্থ শ্রীকৃষ্ণবিগ্রহ
  • সাবর্ণ    সূর্যপুত্র, মনু
  • সিঞ্চন    সেচন
  • সারথি    রথাদিচালক
  • সুকৃত    পুণ্যবান, ভাগ্যবান
  • সানু    পর্বতের উপরিস্থ সমতলভূমি; চূড়া, পল্লব
  • সুনির্মল    অতীব পবিত্র
  • সুলেমান    শান্তির মানুষ
  • সাহেব    সম্ভ্রান্ত ব্যক্তি, মহাশয়
  • সাদমান    আশাবাদী, সুখী
  • সালীম    সুরক্ষিত
  • সাদীম    ধূসর, কুয়াশা
  • সাজিদ    যিনি আল্লাহর কাছে নতজানু হন
  • সৈয়দ    নেতা
  • সাইফুদ্দিন    ইসলাম ধর্মের তরবারি
  • সাকিব    তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন
  • সেলিম    সুরক্ষিত
  • সাবির    ধৈর্যশীল
  • সাইফুল    তলোয়ার
  • সুফিয়ান    দ্রুত চলমান, চটপটে
  • সাইফ    সৈন্যবল, তলোয়ার
  • সাইফান    আল্লাহর তরবারি
  • সানাফ    আল্লাহর উপহার, উজ্জ্বল
  • সাহিল    পথপ্রদর্শক, নেতা
  • সমরজিত    যুদ্ধজয়ী
  • সৎগুণ    ভালো গুণ আছে যার
  • সুখরূপ    শান্তির মূর্ত বা প্রতীক
  • সতবীর    বাহাদুর, শক্তিশালী
  • সুখিন্দর    আনন্দ–সুখের দেবতা
  • সুখশরণ    গুরুর আশ্রয়ে শান্তি
  • সরজিত    বিজয়ী
  • স্কট    ভ্রমণকারী
  • স্যামুয়েল    যার প্রার্থনা ঈশ্বর শুনেছেন, ঈশ্বরের নামে
  • স্যাম    ঈশ্বরের নামে
  • সেবাস্টিয়ান    শ্রদ্ধেয়
  • সাঁঝ    সন্ধ্যা
  • সায়র    সমুদ্র, বৃহৎ জলাশয়
  • সীতারামন    ভগবান রামচন্দ্র
  • সূরজ    সূর্য, প্রভাকর
  • স্টিভ    বিজয়ী, মুকুট
  • সাদিও    বিশুদ্ধ
  • সনী    ধীশক্তি
  • সার্জিও    ঈশ্বরের সেবক
  • স্যামি    ঈশ্বরের নামে
  • সীয়ান    ঈশ্বর দয়াময়ী, ঈশ্বরের উপহার
  • স্টিফেন    মুকুট, সম্মান, সমৃদ্ধি
  • সাইমন    শ্রবণ
  • সিলাস    সবচেয়ে তরুণ

মেয়েদের স‌ দিয়ে নামের তালিকা অর্থসহ

  • সৃজা    দেবী লক্ষ্মী, সৃষ্টিকারিণী
  • সৌরভী    সুবাসিনী, সুগন্ধাযুক্তা
  • স্বস্তিকা    শুভ, কল্যাণকারিণী
  • সংস্কৃতি    শিক্ষা, বিদ্যাবুদ্ধির উৎকর্ষ
  • সঞ্জিবনী    জীবনদায়িনী
  • সমর্পিতা    ঈশ্বরের দান, সমর্পণ বা নিবেদন করে যে
  • সুদীপা    শান্তির আলোক
  • সায়ন্তনী    সন্ধ্যাকালীন, প্রদীপ
  • সাগরিকা    সমুদ্রে জন্ম যার, ঢেউ
  • সুরভী    সুগন্ধাযুক্তা,  পুরাণে বর্ণিত কামধেনু
  • সুপ্রিয়া    অত্যন্ত প্রিয়া
  • সজনী    প্রাণদায়িনী, সখী
  • সুনন্দা    সুন্দর স্বভাবের নারী, আনন্দময়ী
  • সায়নী    গোধূলি, সুন্দর, বুদ্ধিমতী
  • সুকৃতি    সৎ কর্মকাররিণী, পুণ্যবতী, শুভ
  • সুহাসিনী    সুন্দর হাসি যে নারীর
  • সম্প্রীতি    সদ্ভাব, সন্তোষ, আনন্দ
  • সুলগ্না    শুভ বা ভালো সময়
  • সন্দীপা    উজ্জ্বল শিখা, সন্ধ্যার আলো
  • সুবর্ণা    সুন্দর বর্ণযুক্তা
  • সুতপা    ঈশ্বরের অন্বেষণকারিণী
  • সংবৃতি    আবরণ, গোপন
  • সুকন্যা    সুন্দর মেয়ে
  • সুরঞ্জনা    সৌন্দর্যজনক
  • স্মিতা    ঈষৎ হাস্যময়ী
  • স্নিগ্ধা    মধুর, কোমল
  • সুলোচনা    খুব সুন্দর চোখের নারী
  • স্নেহা    মমতা, বাৎসল্য, প্রীতি, ভালোবাসা
  • সংযুক্তা    একত্রিতা, মিলিতা, সংযোগবিশিষ্ট
  • স্বস্তি    শান্তি মঙ্গল সন্তোষযুক্ত অবস্থা
  • সুচেতনা    চমৎকার বুদ্ধিমত্তা
  • সংরাবী    উচ্চ শব্দ বিশিষ্ট্য
  • সংহতি    সমষ্টি‌ একত্র, মিলন, সংঘ
  • সুরচিতা    সুন্দর রচনা বা সৃষ্টি
  • সঞ্চারী    সঙ্গীতের রাগিণীর তৃতীয় চরণ
  • সংসৃতি    প্রবাহ, সংসার
  • সৃজিতা    রচিতা, নির্মিতা
  • সায়ন্তনী    সন্ধ্যাকালীন, গোধূলি
  • সুদীপ্তা    আলোকিতা, উজ্জ্বল
  • সহেলী    বন্ধু
  • সানভী    দেবী লক্ষ্মী, পার্বতী
  • সোনাল    মূল্যবান, স্বর্ণ সমান
  • সহচরী    সঙ্গী, সাথী, বান্ধবী
  • স্বপ্না    স্বপ্নের মত, কল্পনা করা
  • সমাদৃতা    সমাদর প্রাপ্তা
  • সুরঞ্জিতা    সুন্দররূপে রঞ্জিতা
  • স্মৃতি    স্মরণ, পূর্বানুভূত বিষয়ে জ্ঞান
  • সানন্দা    আহ্লাদিতা
  • সুস্মিতা    সুন্দর মৃদুহাস্যময়ী রমণী
  • স্বর্ণালী    সোনার মত
  • সমৃদ্ধি    উন্নতি, শ্রীবৃদ্ধি
  • সঞ্জনা    বিনম্রা, শান্ত, কোমল
  • সর্বজয়া    সবকিছুকে জয় করে যে
  • সুভাষিণী    মিষ্টভাষী নারী
  • সজনী    সখী, প্রণয়িনী
  • সুমনা    ফুল
  • সায়ন্তিকা    গোধূলি
  • সৃজনী    নির্মাণকারিণী, রচনাকারিণী, সৃষ্টিশীলা
  • সুচরিতা    সুন্দর স্বভাবের, সৎ চরিত্রের নারী
  • সঞ্চিতা    সংগ্রহ
  • সুতনু    সুন্দর দেহের অধিকারিণী
  • সুদেষ্ণা    রাণী, বিরাট রাজার স্ত্রী
  • সংকলিতা    সংগৃহীত, একত্রিত
  • সন্ধ্যা    সাঁঝ, গোধূলি, দিন ও রাতের মিলন
  • সরমা    বিভীষণ পত্নী, কশ্যপ–কন্যা
  • সুগন্ধা    সুবাস, সুন্দর গন্ধে ভরপুর
  • সতী    স্বাধ্বী, পতিব্রতা, রমণী
  • সংহিতা    বেদের মন্ত্রভাগ, স্মৃতিশাস্ত্র
  • সৌদামিনী    বিদ্যুৎ, বিজলী
  • সারঙ্গী    বাদ্যযন্ত্র বিশেষ
  • সরস্বতী    বিদ্যার দেবী
  • সখী    সহচরী
  • সোনালী    সুন্দর রঙ, স্বর্ণবর্ণা
  • সৌম্যা    শান্ত ও সুন্দর
  • সর্বাণী    ভবানী, দুর্গা
  • সমাপ্তি    সমাপন, শেষ
  • সুনিতা            চরিত্রবতী ও ভালো আচরণের নারী
  • সৌন্দর্য     শোভা, মনোহারিতা
  • সনাতনী    চিরস্থায়িনী
  • সুরঞ্জিতা    শোভনরূপে রঞ্জিতা
  • স্বর্ণলতা    সুন্দরী ললনা, আলোকতা
  • সমৃদ্ধা    ঐশ্বর্যশালিনী, সম্পন্না
  • সাশ্রু    অশ্রুপূর্ণা
  • সাথী    সহচরী, সঙ্গী
  • সানিকা    বাঁশি, সানাই
  • সপ্তমী    তিথি
  • সারদা    দুর্গা, লক্ষ্মী, সরস্বতী
  • সান্ত্বনা    আশ্বাসবাক্য, প্রবোধ দেওয়া
  • সম্পৃক্তা    মিলিত, সংযুক্তা, সন্তুষ্টি, আনন্দ
  • সরলা    উদার, সহজ
  • সরসী    সরোবর
  • সুপ্তি    নিদ্রা
  • সুচিত্রা    সুন্দর চিত্র যার
  • সাবিত্রী    জননী, মাতা
  • সোহানা    সুতনু
  • সুচেতা    উদারচেতা, সন্তুষ্টচিত্তা
  • সম্পূর্ণা    পরিপূর্ণা
  • সারণী    ক্ষুদ্র নদী
  • সরোজিনী    পদ্মিনী, কমলিনী
  • সাক্ষী    প্রত্যক্ষদর্শী, স্বয়ংদ্রষ্টা
  • সরিৎ    নদী
  • সরূপা    রূপবতী, সদৃশ
  • সালংকরা    আভরণভূষিতা
  • সর্বমঙ্গলা    দেবী দুর্গা
  • সুনীতি    সুন্দর আচরণ যে নারীর
  • সুমিতা    ভালো বন্ধু
  • সন্দিপনী    উৎসাহ দানকারিণী
  • স্বর্ণভা    সোনার মত উজ্জ্বল
  • সুপ্রীতি    প্রেমময়ী
  • সুহানি    আনন্দময়ী
  • সুজাতা    সদ্বংশজাতা
  • সুধা    অমৃত, জ্যোতস্না
  • সুলক্ষণা    শুভ লক্ষণযুক্তা
  • সিঞ্চিতা    সিঞ্চন দ্বারা সিক্ত করা হয়েছে এমন
  • সুনয়নী    সুন্দর চোখের নারী
  • সেবন্তী    উপাসনাকারী
  • সোনিয়া    জ্ঞানী, আশাবাদী, স্বর্ণময়
  • সুষমা    লাবণ্য, সৌন্দর্য
  • স্তুতি    স্তব, প্রশংসা, গুণকথা
  • সুরূপা    সুশ্রী, রূপবতী
  • স্বাগতা    শুভাগমন
  • সেমন্তী    সাদা গোলাপ
  • সৃষ্টি    নির্মাণ, রচনা
  • সোমলতা    বেদে উক্ত মাদকরসযুক্ত লতা
  • সিপ্রা    কটিবন্ধ, উজ্জয়িণীর কাছে প্রবাহিত এক নদী
  • সিন্ধুজা    সমুদ্রকন্যা
  • সূচনা    সূত্রপাত, শুরু
  • স্রিয়া    শুভ চিন্তা ও বুদ্ধির সমাহার, সমৃদ্ধি
  • সুপ্রভা    সুন্দর দীপ্তি বা প্রভা
  • সৌমী    শান্ত মূর্তি
  • স্বীকৃতি    স্বীকার করা, মেনে নেওয়া
  • স্রষ্টা    সৃষ্টিকারিণী
  • সীমা    অন্ত, প্রান্তভাগ, মর্যাদা
  • সুরবালা    দেবকন্যা
  • স্বর্ণ    সুবর্ণ, সোনা
  • সুরুচি    উত্তম রুচিবিশিষ্টা
  • সেঁজুতি    সাঁঝের বাতি
  • সোহিনী    এক প্রকার রাগ
  • সোমত্তা    পূর্ণযৌবনবিশিষ্টা
  • সীতা    জানকী, রামচন্দ্রের পত্নী
  • সুপর্ণা    সুন্দর পাতায় ভরা, পদ্ম, দেবী পার্বতী
  • সেঁউতি    দেশী গোলাপ ফুল
  • সুরেশ্বরী    দেবী দুর্গা, গঙ্গা
  • সালীমা    সুরক্ষিতা
  • সাদিয়া    সুকৃতি, রাজকুমারী, সৌভাগ্যবতী
  • সানজিদা    চুপচাপ থাকে যে নারী
  • সুলতানা    রাণী, শাসক, ক্ষমতাময়ী
  • সোমা    চন্দ্রমা, শান্ত, ধীরচিত্তা
  • সাধ্বী    সতী, সৎচরিত্রা, দুর্গার আরেক নাম
  • সাবিত্রী    সূর্যের অধিষ্ঠাত্রী দেবী, দেবী দুর্গা
  • সঙ্ঘবী    দেবী লক্ষ্মীর আরেক নাম, সমাগম বা সমাবেশ
  • সুপ্রসন্না    অতিশয় প্রসন্না
  • সংগীতা    স্বর্গীয় সুর বা সঙ্গীত
  • সবিতা    সূর্য
  • স্বস্তি    শান্তি, খ্যাতি
  • সুন্দরী    রূপবতী
  • সুহী    সততার প্রতীক, চন্দ্রালোক
  • সোনিকা    সোনার সমান আকর্ষণীয়, সুন্দর
  • সন্তোষী    সন্তুষ্টি, সদা হাস্যময়ী, দেবী
  • সৃষ্টি    বিশ্ব, জগৎ, রচনা, নির্মাণ
  • স্পৃহা    অভিলাষ, ইচ্ছা
  • সাধনা    আরাধনা
  • সুনিধি    সর্বসেরা, ভাগ্যবতী, বহুমূল্য ধন
  • সোহা    ক্ষুদ্র নক্ষত্র বা ক্ষুদ্র গ্রহ
  • সাহানা    রাগিণী
  • সামিয়া    উন্নত, উচ্চবস্থা
  • সাফিয়া    পূণ্যবতী, বিশুদ্ধা, দোষ মুক্তা
  • সাদিয়া    মরুভূমির ফুল, আশীর্বাদধন্যা
  • সামিরা    রাজকন্যা, সখী
  • সায়রা    প্রেমের পাখি, রাজকন্যা
  • সারা    অভিজাত, রাজকুমারী
  • সাবাহ    প্রত্যুষ
  • সাইবা    প্রাসঙ্গিক, সোজা
  • সাহিবা    সম্মানিতা
  • সেফালী    ফুল
  • সেরি    প্রিয়তমা, প্রেয়সী
  • স্টেল্লা    আকাশের নক্ষত্র
  • সীনা    বহুমূল্য সম্পদ
  • সাইফা    সুন্দরী, অমূল্য
  • সুহানা    মনোমুগ্ধকারিনী, সূর্যের উজ্জ্বল রশ্মি, নক্ষত্র থেকে
  • সালমা    নির্মল, নিরাপদ
  • সায়েশা    ঈশ্বরের ছায়া
  • সানায়া    আদুরী, প্রসংশিতা
  • সায়না    দীপ্তমতী, উচ্চ
  • সুখরূপ    শান্তির প্রতিমূর্তি
  • সিমরান    ধ্যান, স্মরণ করা
  • সগুণ    ভাল গুণাবলীর অধিকারিণী, সুপ্রসন্না
  • সুনয়না    সুন্দর চোখের নারী
  • স্বর্ণজিত    স্বর্ণ জয়কারিণী, সোনার তুল্য
  • সানা    ঔজ্জ্বল্য, প্রভা
  • সাধিকা    অর্জনকারিণী, সাধনকারিনী, সম্পাদিকা
  • সুখমনি    হৃদয়ে শান্তি আনয়ণকারিণী
  • সীরত    অভ্যন্তরীণ সৌন্দর্য, প্রসিদ্ধা
  • সবরীত    ধৈর্যশীলা, সহনশালিনী
  • সুনোরী    চমক, স্বর্ণ বা সোনার সমান
  • সায়রী    গভীর সমুদ্র
  • সোনাম    প্রতিভাবান, সৌভাগ্যবতী
  • সোনাক্ষী    সোনার মত চোখ যার, সুন্দর চোখের নারী
  • সুবরীন    নির্ভীক, শক্তিশালিনী
  • সায়েশা    অলৌকিক, দেবির শক্তি
  • সুখলীন    শান্তিপ্রিয়া
  • সরগুণ    সর্বগুণী
  • সুজানা    লিলি ফুল
  • সীল্ভিয়া    কাঠের ন্যায় দৃঢ়
  • স্টেফানি    সম্মানিতা
  • স্টিভি    মুকূট
  • সেলেনা    চন্দ্রমা
  • সেরেনা    স্বচ্ছ, শান্ত, ধীরস্থির প্রকৃতির
  • সার্লি    স্বাধীন
  • সানী    রৌদ্রজ্জ্বল, হাঁসিখুশি

এই প্রতিবেদনে আপনারা দেখলেন স‌ দিয়ে নামের তালিকা অর্থসহ। এরকম আরো অন্যান্য বাংলা এবং ইংরেজি অক্ষর দিয়ে নামের তালিকা দেখতে হবে আমাদের পত্রিকার লাইফ স্টাইল কলাম দেখবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়