নিজস্ব প্রতিবেদক
‘তোমার ভয় লাগছে না?’ রুনুকে প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভ্যাকসিন গ্রহণ করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস
বিশ্বের অন্যান্য দেশের মতো বাঙলাদেশেও শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। আজ বিকেলে রাজধানীর কুর্মিটূলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নিয়েছেন হাসপাতালটির একজন সিনিয়র নার্স।
রুনু বেরোনিকা কোস্তা নামক ওই নার্সকে ভ্যাকসিন নেয়ার আগে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘তোমার ভয় লাগছে না তো রুনু?’ উত্তরে রুনু বলেন, ‘না মাননীয় প্রধানমন্ত্রী।‘ পরে প্রধানমন্ত্রী রুনুকে বলেন, ‘তুমি খুব সাহসী।‘
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভ্যাকসিন গ্রহণ করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা বললেন, জয় বাংলা।
বুধবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কুর্মিটোলা হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে আজকে রুনুসহ মোট পাঁচ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন, চিকিৎসক আহমেদ লুৎফুল মোবিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
জানা গেছে ভ্যাকসিন গ্রহণকারী পাঁচ জনকে অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। মূলত আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের