Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৭ ডিসেম্বর ২০২৩

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ আগামীকাল

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ আগামীকাল শুক্রবার। এদিন নিয়োগ পরীক্ষার ১ম পর্যায়ের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ তথ্য নিশ্চিত করে জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সকল প্রকার সামগ্রী ইতোমধ্যে জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

তিনি সুন্দর ও শান্তিপূর্ণভাবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ সম্পাদনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

  •  

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এ ৩ বিভগের ১৮টি জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন, কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি ও কক্ষের সংখ্যা ৮ হাজার ১৮৬টি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়