Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ১১ জানুয়ারি ২০২৪

মন্ত্রিসভায় কোন বিভাগের কত জন? 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বঙ্গভবনে শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত এবারের ৩৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দেশের বিভিন্ন বিভাগের সাংসদরা। এই প্রতিবেদনে জেনে নেব, এবারের মন্ত্রিপরিষদে কোন বিভাগের কতো জন আছেন? 

মন্ত্রিসভার ঢাকা বিভাগের ১৫ সদস্য হলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩)
আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১)
আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২)
মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)
সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)
মো. আবদুর রহমান (ফরিদপুর-১)
সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪)
নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
নসরুল হামিদ (ঢাকা-৩)
মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)
রুমানা আলী (গাজীপুর-৩)
মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)
আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬)

মন্ত্রিসভার চট্টগ্রাম বিভাগের ৯ সদস্য হলেন
ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)
মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)
দীপু মনি (চাঁদপুর-৩)
মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)
আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪)
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)
ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট)
মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)
কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

মন্ত্রিসভার বরিশাল বিভাগের ২ সদস্য হলেন
জাহিদ ফারুক (বরিশাল-৫)
মহিব্বুর রহমান (পটুয়াখালী-৪)

মন্ত্রিসভার খুলনা বিভাগের ২ সদস্য হলেন
নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫),
ফরহাদ হোসেন (মেহেরপুর-১)

মন্ত্রিসভার ময়মনসিংহ বিভাগের ২ সদস্য হলেন
মো. ফরিদুল হক খান (জামালপুর-২)
আবদুস সালাম (ময়মনসিংহ-৯)

মন্ত্রিসভার রাজশাহী বিভাগের ২ সদস্য হলেন
সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
জুনাইদ আহ্‌মেদ (নাটোর-৩)

মন্ত্রিসভার রংপুর বিভাগের ২ সদস্য হলেন
আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

মন্ত্রিসভার সিলেটের বিভাগের ৩ সদস্য হলেন
মো. আবদুস শহীদ (মৌলভীবাজার-৪)
শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)
সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)

বিদায়ী সরকারে থাকা ১৫ মন্ত্রী এবং ১৩ প্রতিমন্ত্রী এবং দুই জন উপমন্ত্রীর নতুন মন্ত্রিসভায় স্থান হয়নি। নতুন মন্ত্রিসভা শপথ নিলেই ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত পুরনো সরকারের দায়িত্ব শেষ হবে। যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন, মন্ত্রিসভার শপথের আগেই তাদের অব্যাহতি দেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়