প্রাণ-প্রকৃতি ডেস্ক
ভারতের সুন্দরবন অংশে বেড়েছে বাঘের সংখ্যা

বিশ্ব: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনে সংরক্ষিত এলাকায় নতুন ৮ টি বাঘ বেড়েছে। বর্তমানে সেখানে মোট বাঘের সংখ্যা ৯৬ টি।
ভারতের বন দপ্তরের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত শুমারিতে বাঘের সংখ্যা আটটি বেড়েছে। এর আগে ২০১৯ সালে বাঘের সংখ্যা ছিল ৮৮টি।
বন বিভাগ জানিয়েছে, এবারের বাঘ শুমারি করা হয়েছে ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতিতে। তাতে যে ৯৬টি বাঘ ধরা পড়েছে তার মধ্যে বাঘের সংখ্যা রয়েছে ২৩ টি; বাঘিনি ৪৩ টি। বাকি ১১ টি শাবক।
দেশটির সুন্দরবন অংশে প্রায় দু’মাস ধরে ১,২০০টি ক্যামেরা বসিয়ে বাঘের গণনা চলে। বিভিন্ন নদী ও খাঁড়িতে বসানো হয়েছিল এসব ক্যামেরা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় যেমন ক্যামেরা বসিয়ে গণনা হয়েছে, তেমনি গণনা করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বন সংলগ্ন এলাকায়।
ভারতের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে বলেন, “সুন্দরবনের বাঘ বাড়ার ঘটনা সত্যিই ইতিবাচক। এই সংখ্যাটা পরবর্তীতে যাতে সেঞ্চুরি অতিক্রম করে তার দিকে লক্ষ্য রাখতে হবে।
শুধু ভারতে নয় বাংলাদেশেও বাঘের সংখ্যা বেড়েছে। গত বছরের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা ১১৪টি ।
আইনিউজ/এসডিপি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News