Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

প্রকাশিত: ১২:৫৮, ৩ জুন ২০২০

হাঁসের মাথায় সিং , দেখতে মানুষের ভিড়

হাঁসের মাথায় গজিয়েছে শিং! আর শিং গজানো দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন আবাল-বৃদ্ধ-বনিতা সবাই। রসাত্মক এমন গল্প ছোটবেলায় শোনেনি এমন মানুষ মেলা ভার। সেই গল্প আজ হয়েছে সত্যি!

 দেখতে রীতিমত ভিড় পড়ে গেছে রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের বড়দরগা এলাকার আনিসুর রহমানের বাড়িতে। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, জিনগত সমস্যার কারণে হাঁসটির মাথায় শিং সদৃশ কিছু একটা উঠেছে। এটি কোনো সমস্যা বা বড় ধরনের কোনো ঘটনা নয়। 

হাঁসটি জন্মের মাস খানেকের মধ্যে তার মাথায় শিং সদৃশ একটা কিছু উঠছে দেখে হাঁসটির মালিক তার নাম রাখেন রাজা। আর সেই রাজাকে নিয়ে তৈরি হতে থাকে নানা গল্প। চায়ের দোকানের আড্ডায়ও উঠে আসে রাজার নাম।

 স্থানীয় আবদুল জব্বার মিয়া বলেন, "অদ্ভুত এমন ঘটনা এর আগে কখনও দেখিনি। শুনেছিলাম মোগল সম্রাটের আমলে এরকম ঘটনা নাকি ঘটেছিল।"

তৌহিদুর রহমান নামে আরেকজন বলেন, "হাঁসের মাথায় শিং গজিয়েছে শুনে আমিও দেখতে গিয়েছি। স্থানীয় বিভিন্ন পত্রিকায় এ নিয়ে খবরও হয়েছে।"

এক মাস আট দিন আগে স্থানীয় বড়দরগা বাজার থেকে ১৪টি ডিম এনে বাচ্চা ফোটান আনিসুর রহমান। বাচ্চাগুলো ভালভাবেই বেড়ে উঠছিল। হঠাৎ একদিন তিনি দেখতে পান একটি হাসের মাথায় শক্ত কিছু একটা গজিয়ে উঠছে। বর্ধিত অংশটি সঙ্গে অন্য প্রাণীর শিংয়ের অনেকটা মিল রয়েছে।

হাসের মালিক আনিসুর রহমান বলেন, আমি ছোট বেলা থেকে হাঁস-মুরগি পালন করছি। কিন্তু কখনও হাঁসের মাথায় শিং গজাতে দেখিনি। এটি অবিশ্বাস্য একটি ঘটনা। হাঁসের বাচ্চাটি এখনও সুস্থ রয়েছে।

তিনি জানান, প্রতিদিন শতশত লোক হাঁসটিকে দেখতে তার বাড়িতে ভিড় করছে। তাই তিনি হাঁসটিকে একটি খাচার মধ্যে বন্দী করে রেখেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আলম জানান, হাঁসের মাথায় শিং গজিয়েছে শুনে শতশত মানুষ ওই বাড়িতে ভিড় করছে। আমি সবাইকে সামাজিক দূরত্ব মেনে হাঁসটিকে দেখতে যেতে পরামর্শ দিয়েছি।

উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ফরহাদ নোমান শিমুল জানান, জিনগত ত্রুটির কারণে এমটি হতে পারে। এটি বড় ধরনের কোনো সমস্যা নয়।

Green Tea
সর্বশেষ