Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:১৭, ৭ জুন ২০২০
আপডেট: ১৮:৪৮, ৭ জুন ২০২০

ডুবাইয়ে রেজা খানের ক্যামেরায় সারপ্রাইজ বিরল প্রজাতির পাখি

বসরা রিড-ওয়ার্বলার। ছবি : ড. রেজা খান

বসরা রিড-ওয়ার্বলার। ছবি : ড. রেজা খান

সংযুক্ত আরব আমিরাতের ডুবাইয়ে ড. রেজা খানের ক্যামেরায় ধরা পড়লো বিরল প্রজাতির পাখি বসরা রিড-ওয়ার্বলার। বাংলাদেশি পাখি ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ-ন্যাচার ফটোগ্রাফার ড. রেজা খানের ক্যামেরায় অভুতপূর্ব এ বিষয়টাকে সারপ্রাইজ বলছে আরব আমিরাতের প্রভাবশালী পত্রিকা খালিজ টাইমস। 

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়- পাখি পর্যবেক্ষকরা ২৯ শে মে দুবাইতে বসরা রিড-ওয়ার্বলার নামে বিরল প্রজাতির একটি পাখির খুঁজে পান। চড়ুই আকারের পাখিটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অব নেচার (আইইউসিএন) দ্বারা একটি বিপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত হয়েছে।

দ্বিতীয়বারের মতো দুষ্প্রাপ্য এ পাখিটি সংযুক্ত আরব আমিরাতে দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতে পাখিটি প্রথমবার দেখা যায় ২০১০ সালের ২ এপ্রিল।

ড. রেজা খান চার দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে পাখি এবং বন্যজীবন জীববিজ্ঞানী হিসেবে কাজ করে আসছেন। তিনি সেখানকার পাখি নিয়ে গবেষণা করছেন। ৩০ শে মে থেকে এর বাস্তুশাস্ত্র এবং আচরণ পর্যবেক্ষণ করে বলেছিলেন, "সংযুক্ত আরব আমিরাতে প্রাপ্ত নয়টি প্রজাতির রিড ওয়ার্বলারের মধ্যে,ক্যাস্পিয়ান এবং ক্ল্যামারাস রিড ওয়ার্বলারের নিয়মিত বংশবৃদ্ধি হয় অন্যরা অভিবাসী থাকাকালীন। তবে ইউএই-তে এখন পর্যন্ত দেখা যাওয়া সমস্ত রিড ওয়ার্বলারের মধ্যে বসরা রিড ওয়ার্বলারের দেখা একটি বিরলতম ঘটনা,কারণ এটি এখন পর্যন্ত দু’বার সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে। "

তিনি জানান, এটি আবুধাবির মুশরিফ প্যালেস গার্ডেনে ২ এপ্রিল তার সহকর্মী অস্কার জে ক্যাম্পবেল এবং অন্যরা দেখেছিলেন। ক্যাম্পবেল ২২ শে মে, ২০২০ সালে বাব আল শামস মরুভূম হ্রদে এটি আবার খুঁজে পেয়েছিলেন। "

প্রজাতির বিরলতার বিষয়ে বিশদ তুলে ধরে ড. খান বলেন: "আইইউসিএন তার রেড ডেটা বুকে বসরা রিড ওয়ার্বলারকে বিপন্ন প্রজাতি হিসাবে নিবন্ধভুক্ত করেছে। এই পাখির সংখ্যা এখন বিশ্বের খুব কম,বাসরায় কয়েক হাজার এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলে কয়েক’শ রয়েছে। এর ৯০ ভাগ ইরাকের মার্শল্যান্ডে সীমাবদ্ধ রয়েছে। তাই এটি বিশ্বের বিরল প্রজাতির অন্যতম একটি পাখি। "

ড. খান আরও যোগ করেছেন যে, "সংযুক্ত আরব আমিরাতে দু'বার বাসর রিড ওয়ার্বালার দেখে প্রতিবিম্বিত হয় যে এই পাখির জন্য অন্যান্য আবাসস্থল এবং অন্যান্য অনুরূপ ওয়ার্লাররা অভিবাসী এবং আবাসিক ওয়ার্লারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।মানবসৃষ্ট হ্রদের চারপাশে গাছপালা এবং জলজ শিকড়গুলো এর আবাসকে সমৃদ্ধ করে।"

বাসরা রিড ওয়ার্বলারের দৈর্ঘ্য ১৫-১৬ সেমি। বৃহত্তম রিডটি প্রায় ২০ সেমি এবং ক্লেমোরস রিড ওয়ার্বলারের দৈর্ঘ্য ১৬ থেকে ১৮ সেন্টিমিটার পর্যন্ত হয়। তুলনামূলকভাবে, এর চাঁচিটি দীর্ঘতর এবং পাতলা হয় উপরের বুকের নীচের দিকে বাঁক দিয়ে, যা এটিকে বৃহত্তর নাকের ওয়ার্লারগুলো থেকে পৃথক করেছে।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ