Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১২:৫১, ১২ জুলাই ২০২০

ঘাপটি মেরে ছিল ১৫ ফুট কিং কোবরা

ভেলিয়াঙ্গিরি পর্বতের পাদদেশে ছোট্ট একটি গ্রাম নারাসিপুরাম। ভারতের তামিলনাড়ুর এই গ্রামের বাসিন্দাদের কয়েক দিন বিশাল এক কিং কোবরার কারণে নির্ঘুম গেছে। অনেক চেষ্টার পর শনিবার কইম্বাতরে শহরতলীর গ্রামটি থেকে উদ্ধার করা হয়েছে ১৫ ফুট লম্বা কোবরাটি।

তামিলনাড়ুর এই অঞ্চলে নানা ধরনের প্রাণী দেখা যায়। সুন্দর-সুন্দর পাখির পাশাপাশি এই কোবরার মতো ‘ভয় জাগানিয়াদেরও’ মাঝে মাঝে দেখা মেলে।

এনডিটিভি জানিয়েছে, সাপটিকে সিরুভানি বনাঞ্চলে ছেড়ে দিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

সাপটি কীভাবে লোকালয়ে আসল সেটি অবশ্য জানা যায়নি।

নারাসিপুরামের পাশের আরেকটি গ্রাম থেকে সম্প্রতি রাসেল ভাইপার উদ্ধার করা হয়। পৃথিবীর অন্যতম বিষধর সাপ বলে পরিচিত এই রাসেল ভাইপার। সাপটি স্থানীয় এক ব্যক্তির বাথরুমে লুকিয়ে ছিল।

 

Green Tea
সর্বশেষ