কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ০২:২০, ১৭ জুলাই ২০২০
কক্সবাজারে মারা গেছে ৪০ টি কাছিম, বর্জ্য পরিস্কারে স্বেচ্ছাসেবকরা

কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য, মদের বোতল, ছেঁড়া জাল ও রশির কারণে এ পর্যন্ত ৪০টির বেশি কচ্ছপের মৃত্যু হয়েছে। এছাড়াও আঘাতপ্রাপ্তসহ ১৭৫ টি কচ্ছপকে সাগরের পানিতে অবমুক্ত করা হয়েছে।
এদিকে চারদিন অতিবাহিত হওয়ার পর সৈকতে ভেসে আসা বর্জ্যগুলো অপসারণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এর আগে থেকে স্বেচ্ছাসেবীরা বর্জ্য পরিস্কার, কাছিম উদ্ধার ও অবমুক্ত করে যাচ্ছেন।
সেভ দ্যা নেচার অফ বাংলাদেশ ঘটনার দিন থেকে ১৫০ টি কচ্ছপ সাগরে অবমুক্ত করেছে। বুধবার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও গবেষক আদনান আজাদ একদিনে ২১ টি কাছিম অবমুক্ত করেছেন।
সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুজ্জামান সায়েম বলেন, একদিনে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে প্যারাসেলিং পয়েন্ট পর্যন্ত ৫টি মৃত কাছিম ভেসে আসে। পরবর্তীতে প্রশাসনকে অবহিত করে সংগঠনের কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক রিদুয়ান হাসান ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ আমরা কয়েকজন মিলে কচ্ছপগুলোকে বালিয়াড়িতে পুঁতে ফেলি। ৪০টি কাছিম মারা গেছে।
ন্যাচার ফটোগ্রাফার আদনান আজাদ বলেন- বাংলাদেশের বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালকের মাধ্যমে খবর পেয়ে আমি নিজে ২১ টি কাছিমকে অবমুক্ত করেছি।
তিনি বলেন- যে ময়লা এসেছে তার মধ্যে দেশি অনেক পরিচিত প্লাস্টিক কোম্পানির নাম রয়েছে। বৃহস্পতিবার আবার যাব। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহাবুবুল ইসলাম বলেন, গত শনিবার থেকে প্লাস্টিক বর্জ্য, বোতল, ছেঁড়া জাল ও রশি কক্সবাজার সৈকতে ভেসে আসছে। যা সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর ও হিমছড়ি পর্যন্ত বিস্তৃত। পরবর্তীতে ইনানী সৈকত পর্যন্ত এসব বর্জ্য ভেসে এসেছে। এ দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কারে আনুষ্ঠানিকভাবে কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের শতাধিক কর্মী নিয়ে সৈকত পরিষ্কার অভিযান শুরু করেন জেলা প্রশাসক ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি কামাল হোসেন। সৈকতের দরিয়ানগর এলাকা থেকে এ পরিষ্কার অভিযান শুরু করা হয়। ডিসি কামাল হোসেন বলেন, ভেসে আসা নানা ধরণের বর্জ্য সৈকতকে দূষিত করেছে। কারণ, এসব বর্জ্যের বেশিরভাগই বোতলজাত ও প্লাস্টিকদ্রব্য। যা আমাদের দেশে ব্যবহার হয় না। এ বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News