Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

সানজিদ কাজী

প্রকাশিত: ০২:০৫, ১০ আগস্ট ২০২০
আপডেট: ০২:১৩, ১০ আগস্ট ২০২০

বিরল প্রজাতির কালামুখ প্যারাপাখি

সুন্দরবন থেকে নিঃসঙ্গ অবস্থায় প্যারাপাখির ছবিটি তুলেছেন ইহতিশাম কবির

সুন্দরবন থেকে নিঃসঙ্গ অবস্থায় প্যারাপাখির ছবিটি তুলেছেন ইহতিশাম কবির

এই পাখিটিকে সাধারণত নিঃসঙ্গ বা জোড়ায় দেখতে পাওয়া যায়, বড় দলে নয়। এদের খাদ্যতালিকায় আছে, ছোট মাছ, মাডস্কিপার, জলজ পোকা ও বিভিন্ন অমেরুদন্ডী প্রাণী। আতংকিত হলে, শুধু মাথা উপরে রেখে শরীর ডুবিয়ে রাখে অথবা দৌড়ে পালিয়ে যায়। পানির‍ ওপর ঝুলন্ত গাছে বিশ্রাম নেয়। এরা হাঁসের মতো শব্দ করে ডাকে।

এটি একটি বিরল প্রজাতির পাখি- যা সহজে দেখা যায় না। আইইউসিএন এর রেড লিস্ট অনুযায়ী পাখিটি সংকটাপন্ন।

ধারণা করা হয় সারা বিশ্বে মাত্র এক হাজার সাতশোটি পাখি আছে এবং এই সংখ্যা ক্রমহ্রাসমান। মূল কারণ আবাস ধ্বংস। পাখিটির ইংরেজী নাম: Masked Finfoot  বৈজ্ঞানিক নাম: Heliopais personatus। 

পাখিটির দৈর্ঘ্য ৫৬ সেন্টিমিটার, ডানা ২৪ সেন্টিমিটার, ঠোঁট ৫ সেন্টিমিটার, পা ৫ সেন্টিমিটার এবং লেজ ১১ সেন্টিমিটার। রং পিঠের ওপর জলপাই বাদামী, দেহের নীচের দিকে ফিকে। পাখা জলপাই বাদামী। ঠোঁট হলুদ, ঠোঁটের গোড়া থেকে মাথার ওপর এবং গলার নীচ পর্যন্ত কালো। তবে স্ত্রী পাখিটির চিবুক সাদা। এদের পায়ের রং সবুজাভ হলুদ।  

কালামুখ প্যারাপাখি সাধারণত সবুজ বনানী ঘেরা মিঠা অথবা স্বল্প লোনা পানিতে বসবাস করে, আবার ডাঙায়ও বিচরণ করে। তবে এরা অত্যন্ত লাজুক স্বভাবের যে কারণে, অনেক অভিজ্ঞ পাখি পর্যবেক্ষকরাও এদের সহজে দেখতে পান না। বাংলাদেশে এই জলচর পাখিটি একমাত্র সুন্দরবনে দেখতে পাওয়া যায়। উপমহাদেশের পূর্বাঞ্চল থেকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পর্যন্ত এদের বিস্তৃতি রয়েছে।

এই পাখিটিকে সাধারণত নিঃসঙ্গ বা জোড়ায় দেখতে পাওয়া যায়, বড় দলে নয়। এদের খাদ্যতালিকায় আছে, ছোট মাছ, মাডস্কিপার, জলজ পোকা ও বিভিন্ন অমেরুদন্ডী প্রাণী। আতংকিত হলে, শুধু মাথা উপরে রেখে শরীর ডুবিয়ে রাখে অথবা দৌড়ে পালিয়ে যায়। পানির‍ ওপর ঝুলন্ত গাছে বিশ্রাম নেয়। এরা হাঁসের মতো শব্দ করে ডাকে।

জুলাই-অগাস্ট মাস এদের প্রজননকাল। মাটি বা পানি থেকে ২-৩ মিটার উঁচুতে গোলাকৃতির বাসা বানিয়ে স্ত্রী পাখি ৫-৬ টি ডিম পাড়ে। বাচ্চাগুলি ডিম থেকে ফোঁটার পরপরই বাসা ত্যাগ করে।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ