Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

কুকুর অপসারণ বন্ধে জয়ার রিট

রাজধানীর বেওয়ারিশ কুকুর স্থানান্তরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন জয়া আহসান।

বৃহস্পতিবার অভিনেত্রীর সঙ্গে যৌথভাবে জনস্বার্থে এ আবেদন করে প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার।

আবেদনে কুকুর স্থানান্তর ও ডাম্প করার বিষয়ে ডিএসসিসির কার্যক্রমের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে এই উদ্যোগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকার ও ডিএসসিসির কাছে তার ব্যাখ্যা চেয়ে হাইকোর্টে একটি রুল জারির অনুরোধ জানানো হয়।

রিট আবেদনের বরাত দিয়ে আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব গণমাধ্যমকে বলেন, “প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ধারা-৭ অনুযায়ী বেওয়ারিশ কুকুরসহ কোনো প্রাণীকে অপসারণ, স্থানান্তরিত ও ফেলে দেওয়া যাবে না।”

তিনি জানান, ডিএসসিসির মৌখিক আদেশে টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইল ফেলে দেওয়া হয়েছে।

এই রিট আবেদনের বিষয়ে হাইকোর্ট আগামী সপ্তাহে শুনানি করতে পারেন বলে জানান এ আইনজীবী।

এ দিকে ডিএসসিসির এই উদ্যোগের বিরুদ্ধে ইতিমধ্যে কিছু ইভেন্টে হাজির হয়েছেন জয়া। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে তিনি ভীষণ সরব।

Green Tea
সর্বশেষ