Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২৯ অক্টোবর ২০২০

৬০ কিমি পথ পাড়ি দিয়ে কুকুর ছানার বাড়ি ফেরা!

মনিবের সঙ্গে বেড়াতে গিয়ে ২৬ দিন আগে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর প্রিয় কুকুর ছানাকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন, তখনই বাড়ি ফিরল দোউ দোউ।

জানা গেছে, ২৬ দিনে প্রায় ৬০ কিলোমিটার পথ হেঁটেছে কুকুর ছানাটি।

চীনের হাংঝোউ কিউ নামে এক ব্যক্তির পোষ্য দো‌উ দোউ। ওই পরিবারের সবার খুব আদরের সে। সবাই মিলে বেড়াতে গিয়ে হারিয়ে যায় কুকুর ছানাটি।

বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি সার্ভিস স্টেশনে গাড়ি দাঁড় করিয়েছিলেন কিউ। সেই সময়েই দোউ দোউ হারিয়ে যায়। অনেক খুঁজেও পাওয়া যায়নি। হতাশ হয়ে সকলে বাড়ি ফিরে আসেন।

দোউ দোউ হারিয়ে যাওয়ায় সবারই মন খারাপ ছিল। একটা সময় তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দেন তারা। কিন্তু ঠিক ২৬ দিন পর হঠাৎ দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে যান। খুবই ক্লান্ত সে। সারা গায়ে ময়লা।

মনিব কিউ জানান, বাড়ি ফেরার আনন্দে চোখগুলো যেন আরও ঝকঝক করছে। তার পোষ্যর এভাবে বাড়ি ফিরে আসার কাহিনি যারাই শুনছেন, তারাই অবাক হয়ে যাচ্ছেন।

চীনের এক পশু বিশেষজ্ঞ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, কুকুরের এমন ক্ষমতা নতুন কিছু নয়। তবে এতটা দূর থেকে পথ চিনে বাড়ি ফেরাকে বেনজির প্রতিভা বলতেই হবে।

Green Tea
সর্বশেষ