Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ১৫ জুন ২০২১
আপডেট: ২২:৪৭, ১৫ জুন ২০২১

দু’টি অজগর, একটি শকুন ও পাঁচটি বানর উদ্ধার

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর থেকে দুটি অজগর, একটি শকুন ও ৫টি বানর  উদ্ধার করেছে। অজগর দুটির ওজন প্রায় ২০০ কেজি। 

চাঁদপুর সদর উপজেলার দুটি পার্ক থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও আব্দুল্লাহ আস সাদিক এর নেতৃত্বে চাঁদপুরের বনবিভাগের ফরেস্টার মো. বিল্লাল হোসেন কাজীসহ ৫জনের টিম এই অভিযানে অংশ নেয়। 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, যারা বিভিন্ন পার্কে বা ব্যক্তিগত চিড়িয়াখানা বানিয়ে বন্যপ্রাণীদের বন্দি করে রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে।

আইনিউজ/আরডি/এসডি

Green Tea
সর্বশেষ