Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

সাজু মারছিয়াং

প্রকাশিত: ২২:০৪, ২৪ জুন ২০২২
আপডেট: ২২:০৬, ২৪ জুন ২০২২

লাউয়াছড়ায় ট্র্যাকিং ডিভাইসসহ লজ্জাবতী বানর অবমুক্তকরণ কর্মসূচি

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ৫টি লজ্জাবতী বানর ট্র্যাকিং ডিভাইসসহ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ জুন) বিকেল ৪টায় প্লাম্পলরিস ই.ভি. এর আয়োজনে কমলগঞ্জের হীড বাংলাদেশ সম্মেলনে কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

প্লাম্পলরিস ই.ভি এর প্রকল্প পরিচালক হাসান আল রাজীর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, আইইউসিএন এর সিনিয়র প্রোগাম অফিসার এবিএম সারোয়ার আলম প্রমুখ।

সভায় লজ্জাবতী বানর নিয়ে প্লাম্পলরিস ই.ভি প্রকল্পের চলমান গবেষণা পত্র নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রকল্পের কো-অর্ডিনেটর মার্জান মারিয়া প্রকল্পের পূর্ববর্তী গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

তাছাড়া লাউয়াছড়া বন সংরক্ষণের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ৫টি লজ্জাবতী বানর উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়াস্থ বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। কয়েকটি বানর ছোট ও অসুস্থ। বানরগুলো সুস্থ হলে পর্যায়ক্রমে প্রাণীগুলোর শরীরে(গলায়) ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত করে অবমুক্ত করা হবে বলে জানা যায়।

সভায় সাংবাদিক, পরিবেশকর্মী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি 

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়