Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আই নিউজ

প্রকাশিত: ১৮:২৭, ১ এপ্রিল ২০২৩
আপডেট: ১৯:১৫, ১ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারে বন পাহাড় ও হাওরাঞ্চলের প্রাণ-প্রকৃতি সুরক্ষায় করণীয় শীর্ষক সভা

মৌলভীবাজারে আজ সিলেট বিভাগীয় সমৃদ্ধ বন, পাহাড় ও হাওরাঞ্চলের প্রাণ-প্রকৃতি সুরক্ষায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন এবং স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার ওয়াইল্ড লাইফ (SEW) এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

মৌলভীবাজার সদরের পৌর মিলনায়তনে শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

দ্বারিকা পাল  কলেজের সহকারী অধ্যাপক জলি পালের সভাপতিত্বে এবং এডভোকেট আবুল হাসানের সঞ্চালনায়  সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন SEW এর প্রতিষ্ঠাতা সোহেল শ্যাম। 

এছাড়াও,  মতবিনিময় সভায় আলোচনা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, বাপা কেন্দ্রীয় সদস্য ফাদার যোসেফ গোমেজ, বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জওহরলাল দত্ত, সাংবাদিক ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, বাপা হবিগঞ্জ জেলা সহসভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল , বাপা সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাপা মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শিব প্রসন্ন ভট্টাচার্য, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ এর সভাপতি জনক দেববর্মা, উপদেষ্টা চিত্তরঞ্জন দেববর্মা, সুরের ভেলার সভাপতি রঞ্জিত দত্ত জনি, স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার ওয়াইল্ড লাইফ (SEW) সদস্য সাংবাদিক রিপন দে, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা নেতা আবু রেজা সিদ্দিকী ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি তপন দেবনাথ।

সভায় বক্তারা বন পাহাড় ও হাওরাঞ্চলের প্রাণ-প্রকৃতি সুরক্ষায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেন। সাধারণ নাগরিকদেরকেও বন, পাহাড় ও হাওরাঞ্চলের প্রাণ-প্রকৃতি সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। 

আই নিউজ/এইচএ 

 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়