Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৯, ২৬ এপ্রিল ২০২৩
আপডেট: ১০:৫৭, ২৬ এপ্রিল ২০২৩

কমলগঞ্জের কুরমা বন বিটে ৩ একর বন আগুনে পুড়ে ছাই!

এখানে আসা পর্যটকদের ফেলে দেয়া সিগারেট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন বিট কর্মকর্তারা। ছবি- আই নিউজ

এখানে আসা পর্যটকদের ফেলে দেয়া সিগারেট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন বিট কর্মকর্তারা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কুরমা বন বিটের সুনারায় বাঁশ বাগানের হামহাম জলপ্রপাতের সড়কের পাশের বাঁশ বনে অগ্নিকাণ্ড প্রায় ৩ একর পুড়ে গেছে। 

সোমবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বন বিটের গহীন বনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশ বাগান সহ প্রায় ৩ একর এলাকার বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে।

ঈদুল ফিতরে হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া পর্যটকেরা জানান, হামহাম জলপ্রপাত যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গা জুড়ে আগুন লেগেছে। আগুনের প্রচুর উত্তাপ থাকায় রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার পরে বন থেকে বেরিয়ে আসেন পর্যটকেরা। আগুনে অনেক গাছের গুড়া (মোথা) পুড়ে গেছে বলে জানা যায়।

এ ব্যাপারে কুরমা বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, সোমবার বিকালে হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশ বাগানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে বন কর্মীরা ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে লেলিহান শিখায় বনের প্রায় দুই/আড়াই একর এলাকার লতাগুল্ম জাতীয় গাছ জ্বলসে গেছে। এখনও ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়নি।

আগুন লাগার কারন হিসাবে বিট কর্মকর্তা জানান, হামহাম জলপ্রপাতে এই পথ দিয়ে যাওয়া বা আসার সময় কোন পর্যটকের ছোড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগাতে পারে। 

এ বিষয়ে রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাঁশ বনে আগুন লাগার কথা স্বীকার করে বলেন, আগুনে বনের তেমন কোন ক্ষতি হয়নি। কিছু পাতা ও লতাগুল্ম জ্বলসে গেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়