Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ২৭ এপ্রিল ২০২৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরেকটি জেব্রা শাবকের জন্ম

বঙ্গবন্ধু সাফারি পার্কের একটি জেব্রা দম্পতি। ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু সাফারি পার্কের একটি জেব্রা দম্পতি। ছবি- সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি জেব্রা দম্পতি জেব্রা শাবকের জন্ম দিয়েছে। এতে করে সাফারি পার্কে শাবকসহ মোট জেব্রাস সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬টিতে। তবে প্রাকৃতিক নিরাপত্তার স্বার্থে শাবকটি পুরুষ না মাদি তা এখনো নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জেব্রা শাবক জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে শাবকটির জন্ম হয়। অধিক গরমের কারণে শাবকটি নিয়ে এখন তার মা জঙ্গলের ভেতরে শীতল কোনো স্থানে বসে থাকছে। সময়-সময় খেতে আসছে পালের সঙ্গে। এ সময় পালের অন্য সদস্যরাও শাবকটিকে আগলে রাখছে। জেব্রা শাবকটি সুযোগ বুঝে মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, দুধ খাচ্ছে, খুনসুটি করছে।

নিরাপত্তার কথা বিবেচনা করে শাবক জন্মের বিষয়টি আড়াল করে রেখেছিল পার্ক কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ১৭ অক্টোবর একটি জেব্রা শাবকের জন্ম হয়েছিল।

পার্ক সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা থেকে পশুপাখি আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ২০১৩ সালের পর থেকে কয়েক দফায় জেব্রাগুলো আনা হয়। কোয়ারেন্টাইনের পর সেগুলো পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্ত করা হয়। সেখানে বেশ কিছু আফ্রিকান প্রাণীও রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান ঢাকা ট্রিবিউনকে জানান, জেব্রা শাবক ৭ থেকে ৮ মাস মায়ের দুধ খেয়ে থাকে। এরা পাল ধরে ঘুরে বেড়াতে পছন্দ করে। পালের অন্য সদস্যরাও নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে। ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে একটি নারী জেব্রা। প্রকৃতিতে এরা ২০ বছর বাঁচে। আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রের্কড রয়েছে। 

তিনি এও জানান, পুষ্টিগুণের কথা চিন্তা করে মা জেব্রার খাবারে বেশ পরিবর্তন আনা হয়েছে। গাজর, ভুট্টা ও ভুসি বাড়িয়ে দেওয়া হচ্ছে নিয়মিত। ঘাসের পাশাপাশি তাদের ছোলাও দেওয়া হচ্ছে। জেব্রা শাবক ও মা জেব্রা সুস্থ রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়