Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ৯ মে ২০২৩

বন দখলের অভিযোগ 

লাউয়াছড়া বনাঞ্চলে জায়গা বিক্রির জন্য সাইনবোর্ড! 

বন বিভাগের জমিতে টাঙানো সাইনবোর্ডটিতে জমির মালিকের নামের জায়গায় লেখা  মো. জাহেদুর রহমান চৌধুরী।

বন বিভাগের জমিতে টাঙানো সাইনবোর্ডটিতে জমির মালিকের নামের জায়গায় লেখা  মো. জাহেদুর রহমান চৌধুরী।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় ক্রয়সূত্রে (৪৬ শতক) জমির মালিক দাবি করে বিক্রির সাইনবোর্ড টাঙানোর অভিযোগ পাওয়া গেছে। সাইনবোর্ডটিতে জমির মালিকের নামের জায়গায় লেখা  মো. জাহেদুর রহমান চৌধুরী। 

স্থানীয়রা জানান, লাউয়াছড়া বন সৃষ্টির পর থেকে এই জমি বন বিভাগের দখলে ছিল, এখন এই জমি ব্যক্তি মালিকানার বলে বিক্রির জন্য সাইনবোর্ড টাঙানো হয়েছে। এর আগেও এভাবে বনের অনেক জায়গা দখল করা হয়েছে। 

সাইনবোর্ডে জমির মালিকানা দাবি করা জাহেদুর রহমান চৌধুরীর সাথে কথা বলতে সাইনবোর্ডে দেয়া নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শাহীন মিয়া নামে এক ব্যক্তি ফোন রিসিভ করে নিজেকে জাহেদুর রহমানের গাড়ি চালক বলে পরিচয় দেন।

শাহীন নামের এই ব্যক্তি আই নিউজ প্রতিবেদককে বলেন, জমির মালিক লন্ডন প্রবাসী। তার বাসা শ্রীমঙ্গল শহরে। তিনি ক্রয়সূত্রে জমির মালিক হয়েছেন। আমরা বন বিভাগের নির্দেশে সাইনবোর্ড অপসারণ করে আমাদের কাগজপত্র তাদের কাছে দিয়েছি। জায়গা যদি বনের হয় তাহলে আমরা জায়গা বনকে দিয়ে আসবো। 

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে সাইনবোর্ড সরানো হয়েছে। বনের জায়গার পাশে যদি উনার জায়গা থাকে তাহলে আমাদেরকে কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে। 

আবার যদি সাইনবোর্ড টাঙানো হয় তাহলে মামলা দেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়