Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ২১ মে ২০২৩
আপডেট: ২০:১০, ২১ মে ২০২৩

‘নীলগাইয়ের বিপদে’ মানুষের হাত থেকে বাঁচাতে এক মানুষের চেষ্টা

ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়া আঘাতপ্রাপ্ত নীলগাই। ছবি- ফিরোজ আল সাবাহ

ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়া আঘাতপ্রাপ্ত নীলগাই। ছবি- ফিরোজ আল সাবাহ

ওয়াইল্ডলাইফ এবং ন্যচার ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ। বাংলাদেশের রাজশাহী অঞ্চলের পঞ্চগড় জেলার সন্তান। বন্যপ্রাণী ও পাখির ফটোগ্রাফির জন্য বেশ সুখ্যাতি আছে। ফটোগ্রাফির পাশাপাশি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় তিনি কাজ করেন।

রোববার (২১ মে) বিকেল চারটায় তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। শিরোনাম দিয়েছেন- ‘নীলগাইয়ের বিপদ ...’।
পোস্টে তিনি নীলগাই সম্পর্কে একটি ধারণা দেন। এতে লিখেন- ‘এশিয়ার এন্টিলোপ জাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে বৃহদাকৃতির প্রাণী নীল গাই। ইংরেজি নাম Nilgai. Literary meaning Blue Cow আর বাংলা নাম নীলগাই হলেও গরুর সাথে তাদের কোন সম্পর্ক  সম্পর্ক নেই। দেখতে গরু, হরিণ, ঘোড়ার মত বলে অনেকে হরিণ ও ঘোড়ার মনে করে ভুল করে৷ ১৯৫০ সালেও দিনাজপুরে তাদের বিচরণ ছিলো।’

তারপরই তিনি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে এসে নীলগাইয়ের প্রাণ হারানের কথা উল্লেখ করেন। তিনি বলেন- ‘অসাধারণ সুন্দর এই প্রাণীটি প্রায়ই পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরের সীমান্ত অঞ্চলে চলে আসে। এসে ধাওয়া খেয়ে মানুষের হাতে প্রাণ হারায়। এমন কয়েকটি ঘটনার সাক্ষী আমি নিজেই। 

নীলগাইকে বাঁচাতে ফিরোজ আল সাবাহ’র প্রাণপণ চেষ্টা
ফিরোজ আল সাবাহ লিখেন- ‘আজ (রোববার ২১ মে) একেবারে আমার বাড়ির কাছেই একটা নীলগাই এসে হাজির। মানুষের ধাওয়া খেয়ে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। পুরো দুপুর খোজার পর দেখলাম একটা ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে আছে। মাথায় সদ্য দগদগে ক্ষত। চারিদিকে শত শত উৎসুক জনতা। সবাইকে বুঝিয়ে বললাম। এলাকার মানুষ সবাই বুঝলো। অনেকের জিভ দিয়ে জল পড়ছে সে কথাও অস্বীকার করার উপায় নেই।

সব জায়গায় ফোন করলাম। ভুট্টা ক্ষেত পাহাড়া দিলাম কেও যাতে না তাড়ায়। এখান থেকে সে দৌড়ে বের হলে অন্য এলাকায় চলে যাবে দৌড়ে। সামনেই হাইওয়ে, গেলেই মারা পরার সম্ভাবনা।  সুন্দর বন্ধুটিকে হিংস্রতার হাত থেকে পাহাড়া দিতে দিতে এলাকার মানুষজনকে নীলগাই সম্বন্ধে গল্প শোনালাম। সবাই খুব যত্নের সাথে বুঝলো। অবাক হলো। সবাই তাকে বাঁচাতে বদ্ধপরিকর। 

ইতিমধ্যে একজন ইউক্যালিপটাস গাছপালা বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি এসে এমন কথা বললেন উৎসুক জনতা ক্ষেপে আগুন। সব এলেমেলো হয়ে গেল। আর আমি দুপুরে ঘরের না খেয়ে বনের মোষ তাড়াতে বসে আছি। 
এখনো প্রাণীটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নিয়ে আছে। দেখি কি হয়...’

কমেন্টে ফিরোজ আল সাবাহ আপডেট দিচ্ছিলেন। এতে তাঁর ফলোয়ার নেটিজেনরা সর্বশেষ খবর জানতে চান। তিনি একটু পরপর আপডেট দিচ্ছিলেন। সর্বশেষ কমেন্টে তিনি জানান, নীলগাইটি ভুট্টাক্ষেত থেকে চলে গেছে। তবে তিনি তাকে বাঁচাতে চেষ্টা করছেন। তাড়া না করতে, আক্রমণ না করতে মানুষকে বুঝানোর চেষ্টা করছেন। বনবিভাগ, পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে ফোন দিয়েছেন।  

সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তিনি কমেন্টে বলেন- ‘সে ভুট্টা ক্ষেত থেকে পালিয়েছে। খলিশাকুড়ী, ঠাকুরগাও-এর দিকে গিয়েছে। তার পিছু নিয়েছি। আপডেট জানাবো।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়