Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:০৫, ৩ জানুয়ারি ২০২১

সৌরভের চিকিৎসার জন্য আসছেন দেবী শেঠি

দেবী শেঠি ও সৌরভ গাঙ্গুলি

দেবী শেঠি ও সৌরভ গাঙ্গুলি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা সৌরভ গাঙ্গুলির চিকিৎসার জন্য কলকাতায় আসছেন বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি।

পশ্চিমবঙ্গের গভর্নর জগদ্বীপ ধনখড় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে জানান, সোমবার দেবী শেঠি আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। এখন গায়ে জ্বর নেই। রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক। রাতে করা করোনা পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। যা উদ্বেগ-শঙ্কা কমিয়েছে অনেকটাই।

আরও পড়ুন: কেমন আছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি?

শনিবার (২ জানুয়ারি) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলে সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর সৌরভের হার্টে ৩ টি ব্লক ধরা পড়ে।

তবে তার হৃদ্‌যন্ত্রে আরও ২টি স্টেন্ট (রিং) লাগানোর বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না চিকিৎসকেরা। রোববার সৌরভকে সারাদিনই পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তারা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়