Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা টেস্টে দেখা যাবে না সাকিবকে

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাম ঊরুতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন সাকিব

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাম ঊরুতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন সাকিব

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৭তম এবং নিজের তৃতীয় ওভার করার সময়ই কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন সাকিব আল হাসান। সেই ওভার শেষ না করেই মাঠ ছাড়েন তিনি। এমআরআই স্ক্যানে ধরা পড়ে পুরোনো নয়, নতুন করে বাম ঊরুতে ব্যথা পেয়েছেন তিনি। ফলে ম্যাচের বাকি দিনগুলো খেলতে পারেননি। এমন পরিস্থিতিতে ঢাকা টেস্টেও দেখা যাবে না সাকিবকে।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হয়েছে ঢাকা টেস্টে নামবেন না সাকিব। তবে বাম উরুর ইনজুরির কারণে কতদিন মাঠের বাইরে থাকবেন তা নিশ্চিত হওয়া যায় নি।

বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ঢাকায় দ্বিতীয় টেস্টে দলে থাকতে পারবেন না সাকিব আল হাসান।’

আরও পড়ুন: পুরোনো চোট নয়, নতুন করে ব্যথা পেয়েছেন সাকিব

এদিকে, প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। রোববার (৬ ফেব্রুয়ারি) অভিষিক্ত কাইল মায়ারসের ২১০ রানের অপরাজিত ইনিংসে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।

টেস্টের পঞ্চম দিনে সবাই সাকিব আল হাসানকে মিস করেছে। হয়ত সাকিব খেললে বাংলাদেশকে এমন অপ্রত্যাশিতভাবে হারতে হতো না। 

উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে টাইগাররা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়