Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২১

নিউজিল্যান্ড সিরিজে থাকতে চান না সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

পায়ের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে দ্বিতীয় টেস্টে দেখা যাবে না সাকিব আল হাসানকে। এদিকে ২০ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজেও থাকতে চান না সাকিব। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছেন টাইগার এই অলরাউন্ডার।

মূলত খুব শীঘ্রই তৃতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন সাকিব আল হাসান। তাই পিতৃত্বকালীন ছুটি চেয়ে বিসিবিতে চিঠি পাঠিয়েছেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঢাকা টেস্টে দেখা যাবে না সাকিবকে

আকরাম খান বলেছেন, ‘আমরা তার (সাকিব) কাছ থেকে একটি চিঠি পেয়েছি। যেখানে সে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চাইছে। কারণ তখন সে তার স্ত্রীর সঙ্গে থাকতে চায়। আমরা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।’

উল্লেখ্য, বাম ঊরুর ইনজুরির কারণে বর্তমানে সাকিব মাঠের বাইরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা টেস্টেও তাকে দেখা যাবে না।

প্রসঙ্গত, ২০ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে এবং ২৮ মার্চ থেকে তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। চলতি মাসের ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে টাইগার টিম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়