Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২১

সবার কাছে জবাবদিহিতা চাইব: পাপন

নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ১৭ রানে হেরেছে বাংলাদেশ। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। এমন পরিস্থিতিতে অনেকটা হতাশ হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি ক্যাপ্টেন আর কোচসহ সবার কাছে জবাবদিহিতা চাইবেন বলে জানিয়েছেন।

মিরপুরে দ্বিতীয় টেস্টে রোববার ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকেরা ২১৩ রানে আলআউট হয়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি।

ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই মূলত দ্বিতীয় ম্যাচটি হেরেছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচটিতে ছিল বোলারদের স্পষ্ট ব্যর্থতা। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ।

এ বিষয়ে পাপন বলেন, ‘হাতে গোনা কয়টা স্পিনার আছে আমাদের? সাকিবকে আপনি বাদ দিন। এ ছাড়া স্পিনার কয়টা আছে আমাদের? দুই-তিনজন... কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে।’

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ

স্কোয়াডে বেশি পেসার নিয়েও না খেলানোয় ক্ষোভ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, ‘পরিবর্তন তো আনা হয়। খেলানো তো হয় না। এমনিও তো (স্কোয়াডে) পাঁচটা পেসার আছে। কিন্তু কেন খেলছে না? চট্টগ্রাম টেস্টে খেলার কথা ছিল কিন্তু খেলেনি। এই ম্যাচেও অন্তত দুইজন খেলবে বলে আমাকে জানানো হয়েছিল। কিন্তু খেলেনি কেন?’

এসময় সবার কাছে জবাবদিহি চাওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাকে তো বলা হয়েছে বেশি পেসার খেলবে। পরে তো দেখি মাঠে নামছে না। ক্যাপ্টেন আর কোচ ডিসিশন মেকার এখানে, আমরা কেউ নেই তো আর। জবাবদিহি চাইবো সবার কাছে অবশ্যই। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইব।’

বিসিবি প্রধান জোর দিয়েই জানালেন, সমাধান হবে সবকিছুর, ‘সমাধান খুবই সহজ, সমাধান হবে। এইভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তানের (২০১৯ সালের পরাজয়) পরে বেশি কিছু বলতে চাইনি, কিন্তু আজ আপনাদেরকে আমি বললাম। এটা পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। যেভাবেই হোক...।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়