Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ০০:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১

বানোয়াট তথ্যের জন্য আমি ও আমার স্ত্রী দায়ী নই: নাসির

ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী

ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে আলোচনায় রয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন। তামিমা সুলতানা তাম্মি নামে এক কেবিন ক্রুকে বিয়ে, তাম্মির আট বছরের সংসার ও বাচ্চা সন্তান রয়েছে জানিয়ে স্বামী রাকিব হোসেনের মামলা। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ সরব।

রাকিব হোসেনের দাবি, তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে তার।

পরে এ ঘটনায় নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করেন রাকিব। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয় আদালত। একইদিন সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কথাও বলেন নাসির ও তার স্ত্রী।

তবে কোনোরকম বিভ্রান্তিকর তথ্যের জন্য তিনি বা তার স্ত্রী দায়ী থাকবেন না জানিয়ে শুক্রবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে নাসির লিখেছেন, কোন বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যের জন্য আমি অথবা আমার স্ত্রী দায়ী নই। আমি অথবা আমার স্ত্রী যদি কোন তথ্য আপনাদের নিকট প্রকাশ করতে চাই, তবে আমরা এই ফেসবুক পেজ-এর মাধ্যমে অথবা গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে তা প্রকাশ করবো।

শেষে ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, এই সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য আমি আমার সকল ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রতি আপনাদের ভালবাসা এবং সমর্থন অব্যাহত রাখবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।

আইনিউজ/আরআর

সংশ্লিষ্ট খবর-

স্ত্রীর বিরুদ্ধে বাজে কথা বললেই আইনি ব্যবস্থা নেবেন নাসির

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ

‘ছেলে সতীন’ নিয়ে বিপাকে ক্রিকেটার নাসির হোসেন, অডিও ভাইরাল

সমালোচনাকে পাশ কাটিয়ে বিবাহোত্তর সংবর্ধনা সারলেন নাসির

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়