Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ৫ মার্চ ২০২১

খেলা চালিয়ে যাবেন মাশরাফি?

মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা

অনেকদিন হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এক বছর আগে। সম্প্রতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেললেও ফের চলে গেছেন ক্রিকেটের বাইরে। যদিও এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মাশরাফি। কিন্তু তা জানাননি তিনি। 

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে নাম ওঠেনি তার। তবে কি সেই গুঞ্জনই এবার সত্যি হতে চলেছে? যদি তা না হয়, তাহলে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে কী পরিকল্পনা তার?

এবার সব জল্পনা পরিষ্কার করে মাশরাফি নিজেই জানালেন- খেলা ছাড়া নিয়ে এখনো কোনও ভাবনা নেই তার।

শুক্রবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনালে ম্যাচে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন মাশরাফি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

মাশরাফি বলেন, ‘ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তো সব মিলিয়ে আমার মনে হয় না কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। বিসিবি থেকে যদি কোনও পরিকল্পনা আসে, তারপর হয়তো ব্যক্তিগতভাবে প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মতো করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি সামনে ঘরোয়া ক্রিকেট শুরু হবে, যেহেতু এনসিএল হচ্ছে। তারপর দেখা যাক।’

সর্বশেষে ২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন মাশরাফি। এরপর খেলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। তবে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

এদিকে, চলতি মাসে মাঠে গড়াবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানে কি ফিরবেন তিনি?

এমন প্রশ্নে মাশরাফির জবাব, ‘না, আমি এখনও চিন্তাভাবনা করিনি। এখনও প্রস্তুতি নেই। তো দেখা যাক। এনসিএল তো ফোর ডে, শুরুর দিকে হয়তোবা চিন্তা নাই, দেখা যাক।’

আইনিউজ/আরআর

আরও খবর-

নিউজিল্যান্ড সফরে সাকিবের অনুপস্থিতি দলকে ভোগাবে : মাশরাফি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়