Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০৯, ১৭ এপ্রিল ২০২১

জনসাধারণের জন্য বন্ধ হলো ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’

নরেন্দ্র মোদি স্টেডিয়াম

নরেন্দ্র মোদি স্টেডিয়াম

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গেল তিন দিন ধরে দৈনিক সংক্রমণ দুই লাখের উপরে। এমন অবস্থায় কখনও লকডাউন, আবার কখনও কারফিউয়ের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে দেশটির সরকারকে।

করোনার এমন প্রকোপের মধ্যেও চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের খেলা। তবে করোনা সতর্কতার কথা মাথায় রেখে এবার শুধু ছয়টি ভেন্যুতে খেলা রেখেছে আয়োজকরা।

যার মধ্যে একটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরায় অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যেখানে আগামী ২৬ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত আইপিএলের প্রথম পর্বের ৮টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। তাই সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে স্টেডিয়ামটি।

বায়ো সিকিউর বাবল তৈরির জন্য প্রথম ম্যাচের ১৪ দিন আগেই জনসাধারণের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে মাঠটি। এখন মাঠকর্মীরা বাদে কেউই স্টেডিয়াম প্রাঙ্গণে আসতে পারবেন না।

করোনার কথা মাথায় রেখে মাঠের কর্মী ও কর্মকর্তার সংখ্যাও এক-তৃতীয়াংশে নামিয়ে এনেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) কর্মকর্তা, সংগঠক, কারিগরি ও মাঠকর্মী মিলিয়ে শুধুমাত্র ৬০ জনকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

আগামী ২৬ এপ্রিল আহমেদাবাদের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলবে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। এছাড়া দিল্লি ক্যাপিট্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচও রয়েছে এই মাঠে।

আইনিউজ/এসডিপি

করোনার প্রভাবে বন্ধ হলো ভারতের সব দর্শনীয় স্থান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়