Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৩৪, ১৬ এপ্রিল ২০২১

করোনার প্রভাবে বন্ধ হলো ভারতের সব দর্শনীয় স্থান

তাজমহল

তাজমহল

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখের বেশি আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআইয়ের অধীনে থাকা সকল মিউজিয়াম, স্মৃতিসৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। সাধারণ করোনা সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সংস্থা এএসআইয়ের অধীনে থাকা সব স্মৃতিসৌধ এবং মিউজিয়াম জরুরিভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত বা পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।’

ভারতে এএসআইয়ের অধীনে রয়েছে ৩৬৯৩টি সৌধ এবং ৫০টি মিউজিয়াম। তাতে নাম রয়েছে তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিরলা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো। এসকল স্থান আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

করোনাকালে কুম্ভমেলায় আক্রান্ত ২১৬৭ জন

করোনায় রেকর্ড করা ভারতীয়রা মেতে আছে গোবর খেলায়

ভারতে করোনা রোগীতে হাসপাতাল ভর্তি, মর্গ-শ্মশানে লাশের ভিড়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়