Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৪৩, ১৬ এপ্রিল ২০২১

করোনাকালে কুম্ভমেলায় আক্রান্ত ২১৬৭ জন

কুম্ভমেলা

কুম্ভমেলা

করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ভারত। আর এমন পরিস্থিতিতেই উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে কুম্ভমেলা। আর সেখান অংশগ্রহণ করা অন্তত ২ হাজার ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে রয়েছেন ৩০ সাধু।

হরিদ্বারের প্রধান মেডিকেল অফিসার ড. শম্ভু কুমার (এসকে) ঝাঁ গণমাধ্যমকে জানান, কুম্ভমেলায় অংশ নেয়া ভক্ত-দর্শনার্থীদের একাধিক আখড়ায় আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা ছিল। গত ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ২ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

হিমালয়ের কোল ঘেঁষে উত্তরাখণ্ডের হরিদ্বারে প্রতি ১২ বছর পর  পর আয়োজিত হয় এই কুম্ভ মেলা। যাতে দেশ-বিদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ গঙ্গাস্নান করতে মেলায় আসেন। এবারও ভিড় জমেছে সেখানে। কিন্তু করোনার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বজুড়ে দ্বিতীয় অবস্থানে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে সেখানে  মারা গেছেন ১ হাজার ১৮৫ জন করোনা রোগী।

দেশটিতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। একই শয্যাতে থাকতে হচ্ছে একাধিকজনকে। কেউ কেউ আবার শয্যা না পেয়ে চেয়ারে বসেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়