Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৫০, ১৬ এপ্রিল ২০২১

করোনায় রেকর্ড করা ভারতীয়রা মেতে আছে গোবর খেলায়

করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত। দেশটিতে গত কয়েকদিন ধরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হচ্ছে। একদিনে মৃত্যুর সংখ্যাও হাজার ছাড়িয়েছে। এরই মধ্যে ব্রাজিলকে টপকে বিশ্বে করোনা হতাহতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত।

অনেক হাসপাতালও করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে। অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। হাসপাতালের মর্গ ও শ্মশানে লাশের ভিড় বেড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

করোনার ঠিক এমন ভয়ানক অবস্থার মধ্যেও ভারতে সম্প্রতি বহু লোকের সমাগমে অনুষ্ঠিত হয়েছে কুম্ভমেলা। এবার বহু লোকের সমাগমে গোবর খেলায় মাতলো অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই প্রদেশের কুর্নুল জেলায় তেলুগু নববর্ষ উপলক্ষে আয়োজিত এই উগাড়ি উৎসবে সামিল হন হাজার হাজার মানুষ। মাস্ক ছাড়া গোবর খেলায় মত্ত ছিলেন তারা।

অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষের মধ্যে শারীরিক দূরত্বের বালাই তো নেইই। এমনকি মাস্ক, স্যানিটাইজারেরও দেখা মিলল না, ফলে এই উৎসব থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

তেলেগু নববর্ষের দিন কুর্নুল জেলায় উগাড়ি উৎসবের রীতি বহু প্রাচীন। এই উৎসবে গোবর নিক্ষেপ করে একে অপরের দিকে।

এর আগে কুম্ভমেলায় অংশ নেয় প্রায় দেড় লাখ মানুষ। সেখান থেকে অন্তত এক হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে। বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়