Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৪, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ০০:২৪, ২৭ এপ্রিল ২০২১

করোনায় জর্জরিত ভারতের আরোগ্য কামনায় বাবর আজম

বাবর আজম

বাবর আজম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের আরোগ্য কামনায় প্রার্থনা করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

ভারতের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে আজম তার অফিসিয়াল টুইটরা হ্যান্ডলে লেখেন, ‘Prayers with the people of India in these catastrophic times. It’s time to show solidarity and pray together. I also request all the people out there to strictly follow SOPs, as it’s for our safety only. Together we can do it. #StayStrong.’

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রচুর সমর্থক রয়েছে ভারতে। সে জন্য প্রতিবেশি এই দেশের প্রতি একটা আলাদা টান রয়েছেন বাবরের। তবে সবকিছুর উর্ধ্বে উঠে মানবিকতাই প্রকাশ পেয়েছে বাবরের কাছ থেকে।

ভারতে করোনা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় তিন লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মারা গেছেন দুই হাজার ৮১২ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এক দিনে এত মানুষের করোনা শনাক্ত হয়নি।

করোনার বিস্তারের সাথে সাথে দেশটির হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এমন অবস্থায় আইপিএলে খেলা অসি ক্রিকেটার প্যাট কামিন্স কোভিড যুদ্ধে ভারতকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

কোভিড যুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়ে অক্সিজেন কেনার জন্য পিএম কেয়ারস ফান্ডে ৫০ হাজার মার্কিন ডলার অর্থাৎ ৩৭ লক্ষ রুপি অনুদান দেন কামিন্স।

এদিকে ভারতের বর্তমান পরিস্থিতিতে দেশটির পাশে এসে দাঁড়ালেন গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল।....বিস্তারিত

শুধু তাই নয় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়