Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৫২, ২৬ এপ্রিল ২০২১

করোনায় বিপর্যস্ত ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লাখের বেশি মানুষের শরোরে করোনা শনাক্ত করা হয়েছে। এমন অবস্থায় দেশটির পাশে এসে দাঁড়ালেন গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

গুগল সিইও সুন্দর পিচাই টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করে জানালেন, ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সংকট দেখে বিধ্বস্ত বোধ করছি। এহেন ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল। এ কাজে পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে আন্তার্জাতিক সংস্থা ইউনিসেফ।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা টুইট করে বলেন যে, ভারতের কোভিড পরিস্থিতি হৃদয় বিদারক। বিপর্যস্ত ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ।

ভারতের এমন বিপর্যয়ে সমস্ত রকমের চিকিৎসা সংক্রান্ত ত্রাণ পৌঁছে দিতে যত রকমের সহযোগিতা প্রয়োজন সবটাই করবে মাইক্রোসফট। একইসঙ্গে ভারতের জন্য অক্সিজেন কনসেনট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করবে মাইক্রোসফট।

করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ যেভাবে দাপট দেখাচ্ছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়