Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ২০ জুন ২০২১
আপডেট: ০৮:৩৯, ২০ জুন ২০২১

জমজমাট ম্যাচ শেষে জার্মানির জয়, এক হালি হজম করেছে পর্তুগাল

একদিকে ছিলো বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, অন্যদিকে সর্বোচ্চ তিনবারের শিরোপা জয়ী দল জার্মানি। হেভিওয়েট তারকাদের নিয়ে যে হাইভোল্টেজের একটা ম্যাচ হবে সেটা ধারণা আগেই করা যাচ্ছিলো। হয়েছেও তাই। আক্রমণ আর পাল্টা আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে দুই দলেরই আক্রমণমুখী খেলোয়াড়রা। 

সেরাদের এই ম্যাচে গোল হয়েছে মোট ৬টি। ফলাফল- ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে জার্মানির জয়। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ৪ গোল খেয়েছে রোনালদোর পর্তুগাল। অপরদিকে জয়ী জার্মানিও হজম করেছে ২ গোল। 

প্রথমার্ধ

তবে এই ম্যাচে বিরল একটা পরিসংখ্যান দেওয়া যায়। ম্যাচে জিতেছে জার্মানি, তবে সবচেয়ে বেশি গোল করেছে পর্তুগালের খেলোয়াড়রা। হিসেবটা একটু গোলমেলে তাই না? 

আসলে ম্যাচের প্রথমার্ধে গোল হয়েছে মোট তিনটি। সবগুলোই পর্তুগালের দ্বারা। তবে একটি প্রতিপক্ষ জার্মানির জালে, বাকি দুইটিই নিজেদের জালে বল ঢুকিয়েছে তারা। আত্মঘাতি দুই গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। পঞ্চম মিনিটেই পর্তুগালের জালে বল পাঠিয়েছিল তারা। তবে অফসাইডের কারণে বাতিল হয় সে গোল। চার মিনিট পর থমাস মুলারের দূরপাল্লার শট পর্তুগাল গোলরক্ষক রুই পেত্রিসিও ঝাঁপিয়ে না ঠেকালে এগিয়ে যেতে পারতো জার্মানরা। তবে পেত্রিসিও ঠিকভাবে ধরতে না পারায় আলগা বল পেয়ে গিয়েছিলেন সার্জ নাব্রি। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি।

শুরুতে রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরাই। এরপর চার মিনিটের ঝড়ে দুটি আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধে স্কোর দাঁড়ায় পর্তুগাল ১ - ২ জার্মানি।

প্রথমার্ধের শেষ দিকে পেত্রিসিও দারুণ সেভ না করলে ব্যবধান আরও বড় হতে পারতো। গোসেনের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক। ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে আবারও পর্তুগালের ত্রাতা পেত্রিসিও। প্রায় নিজেদের অর্ধ থেকে দারুণ দক্ষতায় বল নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন নাব্রি। এবারও ঝাঁপিয়ে ঠেকান উলভস গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধ

পরে দ্বিতীয়ার্ধেও হয়েছে সমান তিন গোল। যেখানে দুই গোল করে ম্যাচের ফল নিজেদের পক্ষে করে নিয়েছে জার্মানি। ম্যাচে এক গোল ও এক এসিস্ট করে ৪-২ গোলে পরাজয়ের সাক্ষী হতে হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আর তাদের আটকাতে পারেননি পেত্রিসিও। মুলারের বাড়ানো বল ধরে ডি-বক্সে দারুণ এক ক্রস দেন গোসেন। ফাঁকায় বল পেয়ে বল জালে পাঠান কাই হাভার্টজ। ৬০তম মিনিটে আরও একটি গোল হজম করে পর্তুগাল। এবার কিমিখের ক্রস থেকে গোসেনের দারুণ হেড জালে জড়ায়। 

ম্যাচের শেষ দিকে ব্যবধান কমাতে ভালো চাপ সৃষ্টি করে পর্তুগাল। কিন্তু গোলের দেখা মিলেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

প্রসঙ্গত, গোলমেশিন খ্যাত রোনালদোর করা এই এক গোলটিই তার ক্যারিয়ারে জার্মানির বিপক্ষে প্রথম গোল। এর আগে কখনোও জার্মানিকে গোল দিতে পারেননি তিনি। অকুতোভয় এই খেলোয়াড় জার্মানির সামনে যেনো সবসময়েই অসহায়। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়