Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২১

খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ ফুটবলারের মৃত্যু

ডিলান রিচ

ডিলান রিচ

ম্যাচ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। চেষ্টা করেও বাঁচানো যায় নি ১৭ বছর বয়সী ডিলান রিচকে। 

ইংল্যান্ডের নটিংহ্যামের রেগাটা ওয়েতে ওয়েস্ট ব্রিজফোর্ড কোল্টস এবং বস্টন ইউনাইটেডের মধ্যে ম্যাচ চলছিল। সে ম্যাচে ওয়েস্ট ব্রিজফোর্ডের হয়ে খেলতে নেমেছিলেন রিচ। খেলা চলাকালীন মাঠের মধ্যে হঠাৎই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। পরে খেলা থামিয়ে শীঘ্রই মাঠে চিকিৎসকদের ডাকা হয়। মাঠের মধ্যেই রিচের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। ডেফিব্রিলেটর দিয়ে শকও দেওয়া হয়। কিন্তু লাভ হয়নি তাতে।

পরে দ্রুততার সঙ্গে নটিংহ্যামের ক্যুইন্স মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় রিচকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। গত শনিবার মৃত্যুবরণ করেন রিচ। তার মৃত্যুর খবরটি  ওয়েস্ট ব্রিজফোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে গত ১২ জুন ইউরো কাপে ফিনল্যান্ড বনাম ডেনমার্কের ম্যাচে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছেন এরিকসেন।

আইনিউজ/এসডিপি 

আরও পড়তে পারেন-

মাঠেই জ্ঞান হারালেন এরিকসেন, স্থগিত ম্যাচ

‘ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক হয়েছিল এরিকসেনের’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়