স্পোর্টস ডেস্ক
আপডেট: ০৯:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২১
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কিউই ক্রিকেটাররা!

নিউজিল্যান্ড ক্রিকেট দল
দেড় বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেটি শুরুর ঠিক আগ মূহুর্তেই সিরিজটি থেকে নিজেদের সরিয়ে নেয় ব্ল্যাকক্যাপসরা। কারণ নিরাপত্তা ঝুঁকি। এই ঘটনার পর থেকেই চলছে তোলপাড়।
এবার জানা গেলো কিউইয়ের সিরিজ না খেলেই দেশে ফিরে যাওয়ার আসল কারণ। নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বলেছে, দেশ ছাড়ার কয়েক সপ্তাহ আগে পাকিস্তান সফরের দলে থাকা দেশটির কয়েকজন খেলোয়াড় সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। সংগঠনটির প্রধান নির্বাহী হিথ মিলস বলেন,ওই সময় তা যথেষ্ট গুরুতর মনে হয়নি।
পাকিস্তান সফর বাতিল করার পর শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতেই ইসলামাবাদ হয়ে দুবাই পৌঁছে গেছে ৩৪ সদস্যের নিউজিল্যান্ড দল। যেখানে ছিল নিউজিল্যান্ডের ২১জন ক্রিকেটার। এই সফর বাতিল নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। এরপরই কথা বলেন হিথ মিলস।
সংশ্লিষ্ট খবর: ‘নিরাপত্তাজনিত কারণে’ পাকিস্তান সফর বাতিল করলো কিউইরা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই হুমকি সবাইকে চমকে দিলেও পরবর্তী ক্ষেত্রে সেটার ওপর গুরুত্ব আরোপ করা হয়নি। মিলস ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে বলেন, ‘কয়েকজন ক্রিকেটার সফরের কয়েক সপ্তাহ পূর্বে প্রাণনাশের হুমকি পান। পুরো ঘটনাটাই অস্বাভাবিক হলেও ওরা সোশ্যাল মিডিয়ায় হুমকি পায়। তবে আমাদের বিশেষজ্ঞরা সে বিষয়ে তদন্ত করে জানান, সে সব হুমকি খুব একটা গুরুতর নয়। এ নিয়ে চিন্তার তেমন কোন কারণ নেই।’
অনেকেই কিউইদের এই সিদ্ধান্তকে তাড়াহুড়োয় নেওয়া হঠকারিতা হিসাবে ব্যাখ্যা করার পাশাপাশি এতে পাকিস্তান ক্রিকেটের বিস্তর ক্ষতি হবে বলে দাবি করেছেন। তবে এসবের সঙ্গে একেবারেই সহমত নন মিলস।
তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা ওভার রিয়্যাক্ট করেছি। পাকিস্তানের হোটেল, মাঠ এমনকি বিমানবন্দরে পৌঁছে দেওয়ার সময়ও ওদের নিরপত্তা নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। তবে দিনের শেষে এক সিদ্ধান্তে আসতেই হত এবং ঝুঁকি নিয়ে ওই দেশে থাকা যেত না। তাই আমরা সফর বাতিল করতে বাধ্য হই।’
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা