Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ৩০ জুন ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

স্পোটস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ৫ ডিসেম্বর ২০২১

খেলা বন্ধ, বৃষ্টি বিলাসে মাতলেন সাকিব

দিনের খেলা তখনও বাতিলের ঘোষণা আসেনি। বৃষ্টিতে খেলা বন্ধ। ঢাকা টেস্টে দুই দিনে খেলা হয়েছে মাত্র ৬৩ ওভার। দর্শকরা এমন অবস্থায় হতাশ হবেন, এটাই স্বাভাবিক। তবে এর মাঝেও স্টেডিয়ামে আসা গুটিকয়েক দর্শকদের জন্য আনন্দের উপলক্ষ হয়ে এলেন সাকিব আল হাসান। খেলা বন্ধ হয়েছে তহ কি হয়েছে, এমন সময়ে বৃষ্টি বিলাসে মাতলেন সাকিব। 

উইকেট ও মাঠের যে অংশ কাভার দিয়ে ঢেকে রাখা, সেখানে দৌড়ে এসে স্লাইড করে অলস দিনটি উপভোগে মাতলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন- নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিলাস করেন সাকিব। মাঠে ঢুকে হঠাৎ করে উইকেটের দিকে দৌড় দেন তিনি। এরপর কাভারের ওপর ঝাঁপিয়ে পড়ে তিনি পিছলে যান। বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত হওয়া কিছু সংখ্যক দর্শক এতে পান দারুণ বিনোদন। টেস্টের খবর সংগ্রহ করতে প্রেসবক্সে থাকা সাংবাদিকরাও পান আলোচনার খোরাক।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পরিত্যক্ত হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। শনিবার হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে এই ঘোষণা দেন আম্পায়াররা। 

আরও পড়ুন- নিউজিল্যান্ডে সফরের বাংলাদেশ দল ঘোষণা

বৃষ্টি বাগড়ায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টাকা টেস্টের প্রথম দিন ৩৩ ওভার কম খেলা হয়। যে কারণে আজ (রোববার) দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই খেলা শুরু করার কথা ছিল। কিন্তু তা তো হলো-ই না; উল্টো পরিত্যক্ত ঘোষণা হলো।

আজ সকালে বৃষ্টি কিছুটা থামলে আজ মাঠে অবশ্য বল গড়িয়েছে, মাত্র ৩৮টি। যেখানে ব্যাট হাতে ২৭ রান তুলতে পারে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ৬৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৮ রান করে পাকিস্তান। ৭১ রানে উইকেটে রয়েছেন বাবর আজম এবং ৫২ রানে রয়েছেন আজহার আলি।

আইনিউজ/এসডিপি 

পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েও কান্নায় ভেঙ্গে পড়ে মেয়েটি

মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়