Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২৭ নভেম্বর ২০২২

জাপানকে হারিয়ে বিশ্বকাপ আসরে টিকে রইল কোস্টারিকা

ছবি- আইনিউজ

ছবি- আইনিউজ

গোটা খেলায় ছিল ব্লু সামুরাইদের আধিপত্য। তবু শেষমেশ গোল পেল না জাপান। অসময়ে গোল করে জাপানের শেষ ষোলোয় খেলার আশাকে ঝুলিয়ে নিজেদেরকা আসরে টিকিয়ে রাখল কোস্টারিকা। কোস্টারিকার হয়ে জয়সূচক গোলটি করেছেন ফুলার। ৮১ মিনিটে করা ফুলারের গোলটি আর শোধ করতে পারেনি জাপান।

রোববার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে খেলা শুরু হয়। খেলার শুরুর পর থেকে বেশিরভাগ সময় বল জাপানের কাছেই ছিল। প্রথমার্ধ জুড়ে একাধিকবার আক্রমণ করেছে জাপান। কিন্তু কোস্টারিকার দুর্বেদ্য রক্ষণ ভাঙতে সক্ষম হয়নি তারা। দ্বিতীয়ার্ধেও খেলা ছিল জাপানের পায়েই। কিন্তু ম্যাচের ৮১ ম্যাচে কোস্টারিকার ফুলারের দেয়া শট জাপানের জালে ঢুকে। ফলে খেলায় ১ গোলের লিড নেয় কোস্টারিকা।

কোস্টারিকা গোল দেয়ার পরও বেশকিছু আক্রমণ করে জাপান। একবার কোস্টারিকার গোলকিপারের হাত থেকে ফসকাতে ফসকাতেও গোল হয়নি।

এদিকে কোস্টারিকা এর আগে দুই ম্যাচ খেলে কোনো জয় পায়নি। একটি ম্যাচ ড্র করে এক পয়েন্ট নিয়ে টেবিলে খারাপ অবস্থানে ছিল তারা। জাপানের বিপক্ষে আজকের এই জয় শেষ ষোলোতে খেলার আশার টিকিয়ে রাখল কোস্টারিকার। যদিও কঠিন হিসেবের মুখে পড়তে হবে তাদেরকে।

জাপান আজকের ম্যাচে হারলেও প্রথম ম্যাচে জার্মানিকে হারানোয় তাদের পক্ষে ৩ পয়েন্ট আগে থেকেই আছে। আজকের ম্যাচ হারলেও সামনের ম্যাচটি জিতলেও শেষ ষোলোতে খেলার সুযোগ থাকবে জাপানের। তবে আজকের জয়টি গুরুত্বপূর্ণ ছিলো জাপানের জন্য। কেননা, পরের ম্যাচে আবার অঘটন ঘটে হারলে আসর থেকে বাদ পড়ে যাবে দক্ষিণ এশিয়ার দেশ জাপান।

আজকের খেলার সময়সূচি:
বেলজিয়াম বনাম মরক্কো- সন্ধ্যা ৭টা
ক্রোয়েশিয়া বনাম কানাডা- রাত ১০টা
স্পেন বনাম জার্মানি- রাত ১টা (বাংলাদেশে সোমবার)

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়